গোল দিয়েই মৌসুম শুরু নেইমারের
গত মৌসুমের মাঝপথেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। পিএসজির ট্রেবল জয়ের অন্যতম কারিগর নেইমার এবারো লিগ শুরু করলেন দারুণভাবে। ফ্রেঞ্চ লিগের প্রথম ম্যাচেই পেয়েছেন গোল, কনকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টমাস তুখেলের দলে কাল ছিলেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুমেই দলের সাথে যোগ দেওয়া সাবেক ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন কাল প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন ফ্রেঞ্চ লিগে। প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন ছিলেন খোদ তুখেলই, তবে শেষ পর্যন্ত মাঠে নামেন এই ব্রাজিলিয়ান।
আগের মৌসুমে লিগে ১৯ গোল করা নেইমারের গোলের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। গোলরক্ষকের ভুলে পাঁচ মাস পর ক্লাবের হয়ে খেলতে নেমে গোল পান নেইমার। বক্স থেকে কিপারের ভুল পাসে বল পান ক্রিস্টোফার এনকুকু, তার বাড়ানো বলে গোলকিপারকে বোকা বানান নেইমার। পিএসজির হয়ে লিগে এটি তার ২০ তম গোল।
৩৫ মিনিটে দ্বিতীয় গোলটিও আসে গোলরক্ষক ব্রিস সামবার ভুলে। এবার ডি মারিয়ার পাসে গোল করেন আদ্রিয়েন রাবিওট। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬১ মিন্তিয়ে গোল পেতে পারতেন ডি মারিয়া। তবে দুইবার ভুল করা সামবার এবার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ঠেকিয়ে দেন তার হেড। ৮৯ মিনিটে আসে তৃতীয় গোল। টিমোথি উইয়াহ গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন।