• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোর জন্য চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা বেড়েছে: আলেগ্রি

    রোনালদোর জন্য চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা বেড়েছে: আলেগ্রি    

     

    রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপা জয়ের অন্যতম মূল কারিগর ছিলেন তিনিই। ক্রিশ্চিয়ানো রোনালদো এবার চ্যাম্পিয়নস লিগের জন্য লড়বেন জুভেন্টাসের হয়ে। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি বলছেন, রোনালদো আসায় চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আরও উদ্যমী হয়েই মাঠে নামবে জুভেন্টাস।

    জুভেন্টাস শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ১৯৯৬ সালে। ২০১৫ ও ২০১৭ সালে ফাইনালে উঠলেও দুবারই স্বপ্নভঙ্গ হয়েছে তুরিনের বুড়িদের। দীর্ঘ ২২ বছরের খরা ঘুচাতে এবার আটঘাট বেধেই নামছে জুভরা। সেই পালে হাওয়া দিয়েছে রোনালদোর আগমন।

    আলেগ্রি বলছেন, রোনালদো আসাতে তাদের চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বপ্ন আর উজ্জ্বল হয়েছে, ‘গত যেকোনো বারের চেয়ে এবার চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বপ্ন অনেক উজ্জ্বল। একই সাথে লিগ ও সুপার কোপাও। এটার মূল কারণ রোনালদোর দলে যোগ দেওয়া।’

    রোনালদো দলকে অনেক বেশি উজ্জীবিত করবেন বলেই বিশ্বাস আলেগ্রি, ‘রোনালদো দলের তরুণদের উজ্জীবিত করবে। চ্যাম্পিয়ন লিগে সে সর্বোচ্চ গোলদাতা, তার অভিজ্ঞতাও দারুণ কাজে দেবে। আর রোনালদোও জুভেন্টাসের হয়ে নিজেকে প্রমাণ করতে চাইবে। সে রিয়ালের হয়ে যা করেছে, আশা করি জুভেন্টাসের হয়েও তেমনটাই করবে।’

    রিয়ালের মতো জুভেন্টাসকেও ইউরোপ সেরার শিরোপা এনে দিতে পারেন কিনা সিআর সেভেন, সেটা সময়ই বলে দেবে।