দুঃস্বপ্নের ৭০০ দিন কাটিয়ে মাঠে ফিরলেন স্কুদেরি
ডাক্তাররা বলেছিলেন, ‘সম্ভব না’। ক্লাব, সমর্থক, পরিবার; সবাই মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলেন দারিও স্কুদেরিকে নিয়ে। ২ বছর আগে ভয়াবহ এক ইনজুরিতে পা ভেঙে যাওয়ায় তার ক্যারিয়ারের শেষ ফেলেছিলেন প্রায় সবাই। তবে সবাইকে রীতিমত অবাক করে আবারও মাঠে ফিরছেন এই বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার।
২০১৬ সালের সেপ্টেম্বরে ইউয়েফা যুব লিগের ম্যাচে পা ভেঙে যায় স্কুদেরির। ভয়ানকভাবে পা ভেঙে মাঠে কাতরাচ্ছিলেন। এরপর হাসপাতালে থেকেছেন বহুদিন। ডাক্তাররা বলেছিলেন, ফুটবল খেলা তো দূরের কথা, স্বাভাবিকভাবে হাটা নিয়েই শঙ্কায় আছেন তারা। স্কুদেরির ইনজুরিকে ‘ভয়ঙ্কর’ বলেও আখ্যায়িত করেছিলেন।
প্রায় ৭০০ দিন মাঠের বাইরে থাকার পর আবারও খেলায় ফিরছেন ২০ বছর বয়সী স্কুদেরি। নিজের ইনসটাগ্রামে দিয়েছেন সেই ফেরার ছবি, ‘ফিরে এসেছি! কঠিন এক সময় পার করে খেলার ফিরছি। ডাক্তাররা তো আমাকে বলেই দিয়েছিলেন আর খেলতে পারব না। ধন্যবাদ আমার পরিবার ও ডর্টমুন্ডকে, তাদের ছাড়া আমি ফিরতে পারতাম না।’
প্রাক মৌসুম প্রীতি ম্যাচে লুনার এসভিয়ের বিপক্ষে ডর্টমুন্ডের হয়ে মাঠে নেমেছিলেন। অপেক্ষা এখন বুন্দেসলিগায় খেলার।