• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অসতর্ক ড্রাইভিংয়ে বিপাকে সালাহ

    অসতর্ক ড্রাইভিংয়ে বিপাকে সালাহ    

    আমাদের দেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। কানে মোবাইল ফোন দিয়ে গুঁজে কথা বলতে বলতে গাড়ি চালানোও সয়ে গেছে আমাদের গায়ে। কিন্তু উন্নত দেশে তো নিয়ম নীতি মেনে চলতে হবে পুরোপুরিই। মোহাম্মদ সালাহ যে নিয়ম ভঙ্গ করে পড়েছেন বিপদে। ওয়েস্টহামের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের পর গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সালাহ। প্রতিদিনের মতোই সমর্থকেরা ঘিরে ধরেছিল তাকে। গাড়ির ভেতর মোবাইল চালাতে ব্যস্ত সালাহ তখনও ইঞ্জিন স্টার্ট করেননি। কিন্তু ওই সময়ে এক সমর্থকের করা ভিডিওতে পরে দেখা গেছে, গাড়ি চালিয়ে কয়েক মিটার সামনে চলে যাওয়ার পরও সালাহ মোবাইল চালাচ্ছিলেন এক হাতে। অর্থাৎ তিনি গাড়ি চালিয়েছেন এক হাতে। 

    এই দৃশ্যটাই যথেষ্ট ছিল, সেটা চোখে পড়েছে লিভারপুলের এক কর্মকর্তার। পরে লিভারপুলই খবর দিয়ে এই ঘটনা জানিয়েছে পুলিশকে। নিজের ক্লাবের খেলোয়াড়কে সতর্ক করে দিতেই এই উদ্যোগ নিয়েছে লিভারপুল। মার্সিসাইড পুলিশও ধন্যবাদ জানিয়েছে লিভারপুলকে। জানিয়েছে সালাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যা ঘটবে সেটা থাকলে লিভারপুল আর পুলিশ কর্তৃপক্ষের মাঝেই।