রোনালদোকে ছাড়াই জিততে পারে রিয়াল: রামোস
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লিগ জেতার অন্যতম মূল কারিগর ছিলেন তিনিই। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাজিকেই একের পর এক শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। তবে ৯ বছরের দীর্ঘ সম্পর্ক চুকেবুকে গেছে এই মৌসুমের শুরুতেই, রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেছেন সিআর সেভেন। রোনালদো নেই, তাহলে কি থেমে যাবে রিয়ালের জয়রথ? অধিনায়ক সার্জিও রামোস বলছেন, রিয়াল রোনালদোকে ছাড়াই জিততে জানে।
রোনালদো না থাকলেও রিয়াল থাকবে রিয়ালের মতোই, বলছেন রামোস, ‘অতীতে অনীকি রিয়ালে এসেছে, সাফল্য পেয়েছেন, এরপর চলেও গেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ থমকে থাকেনি। রোনালদো দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল এটা সত্যি, তার চলে যাওয়াটাও দলের জন্য চিন্তার বিষয়। কিন্তু ক্লাবের চেয়ে বড় কেউ নয়। রোনালদো থাকুক আর না থাকুক, রিয়াল জিততে থাকবে, এটা কেউ আটকাতে পারবে না। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমরা সম্মান করি। আশা করি তার সময় ভালো কাটবে।’
রাতে ইউয়েফা সুপার কাপের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। বহু বছর পর রোনালদোকে ছাড়া ফাইনাল খেলবে রিয়াল। জয় দিয়েই মৌসুম শুরু করতে চান রামোস, ‘এই ফাইনাল খেলা গর্বের ব্যাপার। চ্যাম্পিয়নস লিগ জেতার পুরস্কার এটা। আরেকবার এই শিরোপা জেতার সুযোগ এসেছে, সেটা হাতছাড়া করতে চাই না। জয় দিয়েই নতুন মৌসুম শুরু করতে চাই।’