• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মরিনহোর জায়গায় আসতে চান জিদান?

    মরিনহোর জায়গায় আসতে চান জিদান?    

    চ্যাম্পিয়নস লিগ জেতার পর নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে আপাতত নতুন কোনো চাকুরিতে যোগ দেননি জিনেদিন জিদান। তবে ফ্রেঞ্চ মিডিয়া জানাচ্ছে, আবারও ডাগআউটে ফিরতে চান জিজু। লেকিপের দাবি, হোসে মরিনহোর জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতেই বেশি উৎসাহী ফ্রেঞ্চ কিংবদন্তি।

    রিয়াল মাদ্রিদকে রেকর্ড হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর পরেই ক্লাব ছেড়েছেন জিদান। এরপর জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। একটা সময় ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব দেওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে বিশ্বকাপ জেতার পর দিদিয়ের দেশমের চাকুরি অনেক দিন জন্য পাকা হয়ে গেছে, তা ধরেই নেওয়া যায়। তাই সেই সম্ভাবনাও নেই। জিদান আবার ফিরতে চান ম্যানেজার হিসেবে, আর ম্যানচেস্টার ইউনাইটেডই নাকি তাঁর প্রথম পছন্দ।

    হোসে মরিনহো এর মধ্যেই ওল্ড ট্রাফোর্ডে দুই মৌসুম কাটিয়ে দিয়েছেন। ইউরোপা লিগ জিতলেও লিগের শিরোপা অধরাই থেকে গেছে। এবারের মৌসুমটা মরিনহোর জন্য শেষ সুযোগ হিসেবে ভাবছেন অনেকেই। মরিনহোকে ছেড়ে দেওয়ার কথা যদি ইউনাইটেড কর্তৃপক্ষ ভাবেই, তাহলে জিদানই সম্ভবত হতে যাচ্ছেন তাদের প্রথম পছন্দ।