• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দুই মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইন?

    দুই মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইন?    

    প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন কেভিন ডি ব্রুইন। পেপ গার্দিওলা হয়ত বিশ্বকাপ ধকল কাটিয়ে উঠতে সময় দিতে চেয়েছিলেন বেলজিয়ান মিডফিল্ডারকে। কিন্তু প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচের আগেই অনুশীলনে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছে ডি ব্রুইন। বুধবার সকালের ট্রেনিং সেশনে ঘটেছে এই ঘটনা। 

    ধারণা করা হচ্ছে এই চোটের পর অন্তত দুই মাস ডি ব্রুইনকে থাকতে হবে মাঠের বাইরে। ২০১৬ সালের শুরুর দিকেও একইরকম ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। পরে দুই মাসের মতো ছিলেন মাঠের বাইরে। ক্লাবের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো না হলেও পরের দুই মাস ডি ব্রুইনের না খেলা অনেকটাই নিশ্চিত।