• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসির জন্য নাইজেরিয়াকে না মোজেসের

    চেলসির জন্য নাইজেরিয়াকে না মোজেসের    

     

    বয়স মাত্র ২৭। একমাস আগে হয়ে যাওয়া বিশ্বকাপে নাইজেরিয়া দলের অন্যতম উজ্জ্বল ফুটবলার ছিলেন ভিক্টর মোজেস। সেই মোজেসই কিনা আর জাতীয় দলের হয়ে খেলবেন না! ক্লাব চেলসির প্রতি সব মনোযোগ দিতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

    অনূর্ধ্ব-২১ দল পর্যন্ত ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেছিলেন। এরপর বেছে নিয়েছেন নাইজেরিয়াকেই। ২০১২ সালে অভিষেকের পর খেলেছে ৩৭ ম্যাচ, করেছেন ১২ গোল। ২০১৩ সালে নাইজেরিয়ার হয়ে জিতেছিলেন আফ্রিকান কাপ অফ নেশনস। এই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করেছিলেন।

    এত অল্প বয়সে কেন ছাড়ছেন আন্তর্জাতিক ফুটবল? মোজেস বলছেন, ক্লাব ফুটবল ক্যারিয়ারে উন্নতি করতেই নাইজেরিয়ার হয়ে আর খেলবেন না, ‘আমি আমার জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছি নাইজেরিয়ার হয়ে খেলার সময়। কিন্তু এখন সময় এসেছে সরে দাঁড়ানোর। নিজের ক্লাব চেলসি ও পরিবারের প্রতি দায়িত্বটা বাড়ছে। সেটার জন্য বাড়তি সময় দরকার। এছাড়া নাইজেরিয়াতে অনেক তরুণ ফুটবলার উঠে আসছে, তাদেরও জায়গা করে দিচ্ছি।’

    জাতীয় দলকে যে কারণে বিদায় বলেছেন, সেটা কতটুক সফল হয় তা সময়ই বলে দেবে।