• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি

    অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি    

     

    গতবার রোমার সেই অবিশ্বাস্য ফিরে আসায় ছিটকে পড়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে, হয়নি ট্রেবল জেতা। শেষ তিন মৌসুম ধরে চ্যাম্পিয়ন লিগ যেন বার্সেলোনার হতাশার অন্য নাম। বার্সেলোনার নতুন অধিনায়ক লিওনেল মেসি বলছেন, চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য এবার আটঘাট বেধেই নামবে বার্সা।

    আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে মেসির হাতে। বার্সার অধিনায়ক হতে পেরে গর্বিত মেসি, ‘বার্সার অধিনায়ক হতে পারা গর্বের বিষয়। এতগুলো বছরে আমার শিক্ষক ছিলেন পুয়োল, জাভি, ইনিয়েস্তারা। তারা এখন নেই, আগামী মৌসুমে ইনিয়েস্তাকে অনেক মিস করবে সবাই।’

    অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন লিগ জেতার ব্যাপারে বদ্ধ পরিকর মেসি, ‘এই বছর নতুন অনেক ফুটবলার এসেছে। যদিও আমরা আগের মৌসুমে লা লিগা ও কোপা ডেল রে জিতেছিলাম, তাও একটা অপূর্ণতা ছিল। এবার চ্যাম্পিয়নস লিগ জিতেই সেটা দূর করতে চাই। আমরা আমাদের সবটুকু দিয়ে চ্যাম্পিয়নস লিগকে ন্যু ক্যাম্পে ফেরাতে চাইবো।’

    মেসির চাওয়া কতটুক সফল হয়, জানা যাবে এই মৌসুমেই।