• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

    ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ    

    স্বাগতিক ভুটানও পাত্তা পেল না বাংলাদেশের কাছে। সেমিফাইনালে তাদের ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অণূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দিয়েছে আরও দুই গোল। ১৮ তারিখ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নেপালকে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে হারিয়েছে তারা। ভারতকে হারিয়েই গত বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

    থিম্পুর মাঠে শুরু থেকেই ছিল বাংলাদেশের মেয়েদের আধিপত্য। ৭ মিনিটে প্রথম শট অন টার্গেট, এরপর আরও দুইবার ভুটানের রক্ষণ কাঁপিয়ে বাংলাদেশ আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল। গোলটা সময়ের ব্যাপারই ছিল। কিন্তু যেভাবে প্রথম গোলটা এলো সেটা অনেকদিন মনে রাখার মতো হল। ১৮ মিনিটে আনাই মগিনির দূর থেকে করা শটে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। এর ২০ মিনিট পর আরেক মগিনির গোল অবশ্য ছাড়িয়ে গেল সেটাও। বাঁ পায়ের দারুণ এক ভলিতে বাংলাদেশ পেয়ে যায় স্বস্তির দ্বিতীয় গোলটাও। 

    প্রথমার্ধের শেষদিকে তহুরা খাতুনের তৃতীয় গোলটায় অবশ্য ভাগ্যের অবদানই বেশি। ভুটানকে চাপে রেখেছিল বাংলাদেশ। ভুলটা করে বসেছিলেন ভুটানের গোলরক্ষক। পরে সেখান থেকেই গোল করেন তহুরা। দ্বিতীয়ার্ধের শুরুর কিছু সময় ভুটান ম্যাচে ফিরেছিল। সেটাও অবশ্য চিন্তার কোনো কারণ হয়ে দাঁড়ায়নি বাংলাদেশের জন্য। ৬৯ মিনিটে আরও একটি দর্শনীয় গোল করে মারিয়া মান্ডা গোল সংখ্যা নিয়ে যান চারে। এরপর ৮৬ মিনিটে গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ানে পজিশন থেকে গোল করেন শাহেদা আক্তার। সেমিফাইনালেও নিশ্চিত হয় বড় ব্যবধানের জয়।

    এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচে বাংলাদেশের গোলসংখ্যা দাঁড়াল ২২টি। ফাইনালে প্রতিপক্ষ ভারটের সঙ্গে ম্যাচটা যে সহজ হবে না সেটা জানা কথাই। কিন্তু আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ দল হেরে গেলে সেটাই হবে অবাক করা।