• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    তিন মাসের জন্য ছিটকে গেলেন ডি ব্রুইন

    তিন মাসের জন্য ছিটকে গেলেন ডি ব্রুইন    

    অনুশীলনেই পেয়েছিলেন হাঁটুর চোট। আশঙ্কা ছিল, লিগামেন্টই ছিঁড়ে যেতে পারে তাঁর। লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হতে পারে মাঠ থেকে। আপাতত অবশ্য অস্ত্রোপচার লাগবে না, তবে কেভিন ডি ব্রুইন তিন মাসের জন্য চলে যাচ্ছেন মাঠের বাইরে। ম্যানচেস্টার সিটির হয়ে সম্ভবত ডিসেম্বরের আগে মাঠে ফেরা হচ্ছে না তাঁর।

    ম্যান সিটি আনুষ্ঠানিক এক বার্তায় নিশ্চিত করেছে, লিগামেন্ট বেশ বড় রকম চোট পেয়েছেন ডি ব্রুইন। যার ফলে তিন মাস মাঠের বাইরে খেলতে পারবেন না। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে আলো ছড়ানোর পর প্রথম ম্যাচে সিটি কোচ পেপ গার্দিওলা তাঁকে বিশ্রাম দিয়েছিলেন। মূল একাদশে না থাকলেও নেমেছিলেন বদলি হিসেবে। কিন্তু তার পরেই অনুশীলনে পেয়েছেন চোট।