• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পগবাকে নিয়ে গুজব না ছড়াতে মরিনহোর অনুরোধ

    পগবাকে নিয়ে গুজব না ছড়াতে মরিনহোর অনুরোধ    

    পল পগবা আর হোসে মরিনহোর সম্পর্ক নিয়ে নিত্যনতুন খবর বেরুচ্ছে। গতকাল দ্য ডেইলি সান রিপোর্ট করেছিল দুইজনের সম্পর্কের অবনতি শেষ পর্যায়ে পৌঁছেছে। স্কাই স্পোর্টস অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের বরাত দিয়ে জানিয়েছিল  এসবই গুজব। কোচ-খেলোয়াড়ের সম্পর্কের অবনতির ঘটনায় ম্যান ইউনাইটেড ক্ষুব্ধ। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহোও সেই সুরে কথা বলেছেন। জানিয়েছেন, পগবাকে নিয়ে এর চেয়ে বেশি খুশি তিনি আগে ছিলেন না। 

    প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ইউনাইটেডের অধিনায়ক ছিলেন পগবা। ওই ম্যাচে শুরুর দিকেই গোলও করেছিলেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। পরে লেস্টার সিটির বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন পগবা। শুক্রবার সংবাদ সম্মেলনে মরিনহো অনুরোধ করেছেন মিথ্যা গুজব না ছড়াতে। "গত দুই বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। আর সত্যিটা হল তাকে নিয়ে এতো খুশি আমি আগে কখনও ছিলাম না।"




    "এর চেয়ে বেশি কিছু তার কাছে আমি চাইতে পারি না। সে কী বলেছে সেটা নিয়েও আমি ভাবছি না।আমি চাই সে ভালো খেলুক, সে দলের জন্য খেলুক, সমর্থকদের জন্য খেলুক। সে যখন বলে সে সমর্থকদের জন্য খেলছে, সেটাই যথেষ্ট। আমি চাই আমার খেলোয়াড়েরা এই কাজটাই করুক। সে কষ্ট করছে, ভালো খেলছে। আমি এটাই চাই, আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।"

    লেস্টারের বিপক্ষে ম্যাচের পর পগবা বলেছিলেন, মনের কথা খুলে বললে তাকে জরিমানা দিতে হতে পারে। পরে পগবার টুইটারে পোস্ট করা একটা ছবির ক্যাপশন নিয়েও গুজব রটেছিল। যদিও মরিনহো এসব নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি অনুরোধ করেছেন গুজব না ছড়াতে, "পগবার পক্ষে আমি একটা কথা বলি। আপনারা যা খুশি লিখুন, কিন্তু দয়া করে মিথ্যা কথা লিখবেন না। তাকে এমন পরিস্থিতিতে ফেলবেন না যাতে করে লোকে মনে করে তার জ্ঞান নেই, সে ভদ্র নয়। কিন্তু সে শিক্ষিত ও ভদ্র। তার কখনই আমার সাথে কোনো ঝগড়া হয়নি। আমাদের উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়নি।"

    তাহলে জরিমানা দিয়ে কী বুঝাতে চেয়েছিলেন পগবা? মরিনহো বলছেন সেই প্রশ্নের জবাব পগবার কাছ থেকেই জেনে নিতে। "আমি এখানে দুই বছর কয়েক মাস ধরে আছি। এই সময়ের মধ্যে শুধুমাত্র একজন খেলোয়াড়কেই জরিমানা করেছি আমি। সেটা অ্যান্থনি মার্শিয়ালকে। তার মানে এখানে জরিমানাও করা হয়না। সে কী বুঝাতে চেয়েছে সেটা তাকেই জিজ্ঞেস করুন।"