মিঠুনের ৩৯ বলে ৮০, ১৮৩ তাড়া করল বাংলাদেশ 'এ'
তৃতীয় আন-অফিশিয়াল টি-টোয়েন্টি
আয়ারল্যান্ড উলভস ১৮৩/৫, ১৮ ওভার (১৮)
বাংলাদেশ ‘এ’ ১৮৭/৪, ১৬.৫ ওভার (১৮)
বাংলাদেশ ‘এ’ ৬ উইকেটে জয়ী
মোহাম্মদ মিঠুনের ৩৯ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে ভর করে আয়ারল্যান্ড উলভসের ১৮৩ রান ৭ বল বাকি থাকতেই টপকে গেছে বাংলাদেশ ‘এ’। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে জিতে গেছে সৌম্য সরকারের দল।
বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে এসেছিল তৃতীয় আন-অফিশিয়াল টি-টোয়েন্টি। রানতাড়ায় সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন শুরুটা করেন দুর্দান্ত। ৫ ওভারে ওঠে ৫৩ রান, ৮ ওভারেই বাংলাদেশ ‘এ’ পেরিয়ে যায় ১০০। ২৩ বলে ফিফটি করেছেন মিঠুন। ৩০ বলে ৪৭ রান করে শেন গেটাকের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য, এই গেটাকেই নিয়েছেন এদিন বাংলাদেশ ‘এ’-এর পড়া চারটির মধ্যে তিনটি উইকেট।
সিরিজসেরা হয়েছেন সৌম্য/টুইটার
৪ বলে ৬ রান করে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। মিঠুন আউট হয়েছেন দলীয় ১৩৯ রানের মাথায়, টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৬৭ রান। এ ইনিংসে সাতটি চার ও ছয়টি ছয় মেরেছেন মিঠুন।
শেষ ৫ ওভারে ৪৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশ ‘এ’ দলের। আল-আমিন জুনিয়রের ১৩ বলে অপরাজিত ২১ ও মুমিনুল হকের ৬ বলে ১১ রানের ক্যামিও নিশ্চিত করেছে সেটা।
এর আগে প্রথমে ব্যাটিং করা আয়ারল্যান্ড উলভসের বড় স্কোর মূলত দুইটি ইনিংসে ভর করে। উইলিয়াম পোর্টারফিল্ডের ৩৯ বলে ৭৮ ও সিমি সিংয়ের ৪১ বলে ৬৭ রান। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে এসেছে ১১১ রান।
৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার সাইফউদ্দিন। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।