রোনালদো থাকা মানেই জয় নিশ্চিত নয়: আলেগ্রি
তার আগমন নিয়ে উচ্ছ্বাসের যেন কোনো শেষ নেই তুরিনের ক্লাবটিতে। ক্রিশ্চিয়ানো রোনালদো যে এবার জুভেন্টাসকে অনেক কিছুই এনে দিতে পারেন, সে নিয়ে সন্দেহ নেই কারোরই। শিয়েভোর বিপক্ষে সিরি আর প্রথম ম্যাচের আগে কোচ মাসিমিলানো আলেগ্রি অবশ্য বলছেন, রোনালদো থাকলেই যে জুভেন্টাস জিতবে, এমনটা ভাবলে ভুল করবেন সবাই।
শুধু রোনালদোর ওপরেই ভরসা করে থাকতে চান না আলেগ্রি, ‘রোনালদো শিয়েভোর বিপক্ষে খেলবে। সব আলোচনা তাকে নিয়েই হচ্ছে। তবে আমাদের এটা ভাবলে চলবে না যে, রোনালদো আছে বলেই আমরা জিতব! আমাদের প্রমাণ করতে হবে যে দল হিসেবেই জুভেন্টাস ভালো। সবাইকে নিজের সেরাটা দিতে হবে জেতার জন্য।’
রোনালদো আসায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছে, বলেছিলেন আলেগ্রি নিজেই। তবে শুধু চ্যাম্পিয়নস লিগে মনোযোগ দিতে গিয়ে লিগ শিরোপা হাতছাড়া করতে চান না তিনি, ‘শুধু চ্যাম্পিয়নস লিগই খেলছি না আমরা। প্রতি মৌসুমে অনেকগুলো ট্রফির জন্য লড়াই করে ক্লাব। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পার করাই আপাতত প্রথম লক্ষ্য। আর লিগের শুরুটা ভালো করতে চাই। শিয়েভো অঘটন ঘটানোর জন্য প্রস্তুত থাকবে। প্রতিপক্ষকে যদি আমরা সম্মান না করি, সেটা ভুল হবে।’
আজ রাতে শিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু করবে জুভেন্টাস।