• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

    ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের    

    ফাঁকা বারপোস্ট, ডানদিক থেকে আসা ক্রসে মাথা ছোঁয়ালেই গোল। ৯৪ মিনিটে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সেই সুর্বন সুযোগ মিস করলেন তহুরা খাতুন। মাথা ছোঁয়ালেন ঠিকই, কিন্তু মারলেন বাইরে দিয়ে। অমন জায়গা থেকে গোল মিস করাই কঠিন কাজ। সেই কঠিন কাজটাই করলেন, তাও আবার তহুরা। বাংলাদেশের হতাশার প্রতিচ্ছবি হয়ে থাকল ওই মুহুর্তটা। শিরোপাটা আর ধরে রাখা হল না বাংলাদেশের মেয়েদের। ভারতের কাছে ১-০ গোলে হেরে সাফ অনুর্ধ্ব ১৫ ফুটবলের শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। 

    প্রতিপক্ষ হিসেবে ভারত বাকিদের চেয়ে কঠিন হবে সেটা জানাই ছিল। শুরুতেই সেটা বুঝিয়েও দিয়েছিল ভারত। ৪ মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশের বারপোস্ট কাঁপিয়ে শুরু। সেই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। মিনিট খানেক পর গোলরক্ষক মাহমুদা আক্তার আরেকটি সেভ করে শুরুর ধাক্কা সামাল দেন। এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু অন্য ম্যাচের তুলনায় থিম্পুর মাঠে আজ বিবর্ণই দেখাল আনাই মগিনি, আনুচাং মগিনিদের। তহুরাও তেমন একটা সুবিধা করতে পারলেন না। যদিও সুযোগ তৈরিতে প্রথমার্ধে বাংলাদেশের চেয়ে এগিয়েই ছিল ভারত। 

    তাতে অবশ্য লাভ হয়নি। গোলের খেলায় সুযোগ হাতছাড়া করার মাশুল দিতেই হয়েছে বাংলাদেশকে। যে মাহমুদা আক্তার আগের ২৭০ মিনিট গোল হজম করেননি, তাঁকেই ফাইনালে গোল হজম করত হল। ৬৬ মিনিটে শর্ট কর্নার নিয়েছিল ভারত, তারপর ক্রস। সেখান থেকেই বাঁ পায়ে করা ভলিতে স্বপ্ন ভাঙে বাংলাদেশের। সুনিতা মুন্ডার দারুণ গোলে এগিয়ে যায় ভারত।   

    এরপর ম্যাচে ফেরার আশায় লাল সবুজের দল আক্রমণ চালিয়েই গেছে। দুইবার বারপোস্টে লেগে খালি হাতে ফিরেছে। শেষদিকে তো সুবর্ন সুযোগ হাতছাড়া করে শিরোপাটাও দিয়ে এসেছে ভারতকে। গতবার এই ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এক বছর পর উলটো চিত্রটাও দেখতে হল তহুরাদের।