• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    দলে ফিরেই পিএসজিকে জেতালেন এমবাপ্পে

    দলে ফিরেই পিএসজিকে জেতালেন এমবাপ্পে    

     

    বিশ্বকাপে অভাবনীয় সাফল্যের পর তাকে বিশ্রামে রেখেছিলেন পিএসজি কোচ থমাস তুখেল। প্রথম ম্যাচে মাঠে নামেননি কিলিয়ান এমবাপ্পে, কাল গুইনগাম্পের বিপক্ষেও ছিলেন না প্রথম একাদশে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে যখন নামলেন, দল তখন ১-০ তে পিছিয়ে। বদলি হিসেবে নেমে ম্যাচের শেষ ৮ মিনিটেই করেছেন বাজিমাত। তার জোড়া গোল ও নেইমারের গোলে গুইনগাম্পকে ৩-১ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান ধরা রাখল পিএসজি।

    ফ্রেঞ্চ লিগের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে চমকে দিয়ে এগিয়ে গিয়েছিল গুইনগাম্পেই। নোলান রক্সের দারুণ এক শট ঠেকাতে পারেননি জিয়ানলুইজি বুফন। গোল হজমের পর নেইমার-ডি মারিয়ারা অনেক চেষ্টাই করেছেন সমতা আনার, তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা।

    বিরতির পর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন ডি মারিয়া। অবশেষে ৫৩ মিনিটে ম্যাচে সমতা আনেন আগের ম্যাচেও গোল পাওয়া নেইমার। বক্সের ভেতর নেইমারকে ফেলে দেন ইকোকো, পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নেইমার। সমতা আনার পর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। নেইমার, ডি মারিয়া দুজনই গোলের ভালো সুযোগ পেয়েছিলেন, তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় সেটা হয়নি।

    ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই এমবাপ্পে ম্যাজিকে ঘুরে যায় ম্যাচের মোড়। ৮২ মিনিটে ডি মারিয়ার পাসে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দেন। ৮ মিনিট পর আবারও বল জালে জড়ান এমবাপ্পে। এবার অ্যাসিস্ট করেছেন প্রথম গোল করা নেইমার। তার বাড়ানো বলে বক্সের বা প্রান্ত থেকে ডান পায়ের নেওয়া জোরালো শট কোনোভাবেই ঠেকাতে পারেননি গুইনগাম্প কিপার।

    এই জয়ে প্রথম দুই ম্যাচ জিতে গোল ব্যবধানে লিগের শীর্ষেই আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিজন।