• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সবার আগে চাকরি হারাবেন মরিনহো?

    সবার আগে চাকরি হারাবেন মরিনহো?    

     

    লিগের শুরুতেই যে এমন ধাক্কা খাবেন, সেটা হয়ত ভাবেননি তিনি। লিগের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেতে হলও হোসে মরিনহোকে। ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরেই বাড়ি ফিরতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই হারের পর গুঞ্জন উঠেছে, খুব দ্রুতই নাকি কোচের পদ থেকে বরখাস্ত হতে পারেন ‘স্পেশাল ওয়ান’!

    মৌসুমের শুরু থেকেই নতুন ফুটবলার কেনা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না মরিনহোর। শক্তিশালী স্কোয়াড তৈরির জন্য নতুন ফুটবলার কেনা উচিত ছিল, কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে সরাসরিই কথাগুলো বলেছিলেন। যদিও কাজের কাজ কিছু হয়নি।

    নতুন ফুটবলার ছাড়াই প্রথম ম্যাচ জেতে ইউনাইটেড। তবে দ্বিতীয় ম্যাচেই কাল মৌসুমের প্রথম হারের মুখ দেখেছে ইউনাইটেড। গুঞ্জন উঠেছে, ক্লাবের ফুটবলারদের সাথেও নাকি তার সম্পর্কটা ভালো যাচ্ছে না। বিশেষ করে পল পগবা ও অ্যান্থনি মার্শিয়ালের সাথে নাকি সম্পর্কের অবনতি ঘটেছে বেশ বাজেভাবেই। সবকিছু মিলিয়েই ইউনাইটেডে আসতে পারে নতুন কোচ, শোনা যাচ্ছে এমনটাই।

    এদিকে ব্রাইটনের কাছে হারের পর মরিনহো বলছেন, ফুটবলারদের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়া একটু বাড়াবাড়িই করছে, ‘কাদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, সেটা আমাকে না বলাই ভালো। যখন তারা ভালো খেলে, তাদের প্রশংসা করি। ভালো না খেললে উল্টোটা বলবো এটাই স্বাভাবিক। আমরা ভালো খেলিনি, তাই হেরেছি।’

    শেষ পর্যন্ত ইউনাইটেডে কতদিন টিকে থাকেন মরিনহো, সেটা সময়ই বলে দেবে।