• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জয়টা আমাদের প্রাপ্য ছিল না: পগবা

    জয়টা আমাদের প্রাপ্য ছিল না: পগবা    

     

    অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে লেস্টার সিটিকে হারিয়ে শুভ সূচনা করেছিলেন তিনি। তবে পল পগবাকে দ্বিতীয় ম্যাচেই দেখতে হলো কঠিন বাস্তবতা, ব্রাইটনের হারে ৩-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে পগবা বলছেন, দল যেভাবে খেলেছে, সেটায় দলের আশা করাটা ভুল হতো।

    ইউনাইটেড যেভাবে খেলেছে, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না বলেই জানান পগবা, ‘আমরা হেরেছি, আমরা যেভাবে খেলেছি সেটায় জয় আশা করা যায় না, জয়টা আমাদের প্রাপ্যও ছিল না। ব্রাইটনের জয়ের ক্ষুধা আমাদের চেয়ে অনেক বেশি ছিল।’

    হারের দায়টা নিজের কাঁধেই নিচ্ছেন পগবা, ‘অধিনায়ক হিসেবে বলছি, আমার খেলার ধরনই ঠিক ছিল না। আমরা এমন ভুল করেছি যা করা উচিত হয়নি। ২-০ তে পিছিয়ে পড়ার পর ২-১ হয়েছে স্কোরলাইন। এরপর তো আমাদের আরেকটা গোলের জন্য মরিয়া হওয়া উচিত ছিল। উল্টো আমরা গোল খেয়েছি। এমন হারের পর খুবই হতাশ আমি।’

    নিজেদের খেলার ধরন বদলে ঘুরে দাঁড়াবে ইউনাইটেড, বিশ্বাস পগবার, ‘এভাবে প্রতি ম্যাচে তো খেলা যাবে না। পরের ম্যাচে অবশ্যই আমরা এই ম্যাচের চেয়ে ভালো খেলার চেষ্টা করবো। আমরা ভালো খেলতে পারি, সেটা প্রথম ম্যাচেই প্রমাণিত। ব্রাইটনের বিপক্ষে যা হয়েছে সেটা পরের ম্যাচগুলোতে না হলেই জয়ের ধারায় ফিরবে ইউনাইটেড।’