৭ বছর পর চেলসির নিউক্যাসেল জয়
২০১১ সালের ডিসেম্বরে শেষ সেন্ট জেমস পার্ক থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরেছিল চেলসি। এরপর থেকেই এই মাঠে বারবার আটকে গেছে তারা। অবশ্য নতুন কোচের অধীনে নতুন করে সেই দুর্গটা এবার জয় করা হল লন্ডনের ক্লাবটির। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, দ্রুত সমতাসূচক গোল, শেষ মুহুর্তে আবার জয় ছিনিয়ে নেওয়া- সবকিছুই ছিল ম্যাচে। সেই ম্যাচে জয়টা হয়েছে মরিজিও সারির দলের। লিভারপুল, ওয়াটফোর্ডের পর তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ডটা অক্ষুণ্ণ থাকল চেলসির, নিউক্যাসেলকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে।
ম্যাচের ৩ গোলই হয়েছে শেষ ১৪ মিনিটে। তার আগ পর্যন্ত চেলসিকে ভালোভাবেই আটকে রেখেছিল নিউক্যাসেল। ৭০ মিনিটে আন্টোনিও রুডিগার বারপোস্টে আঘাত এনেছিলেন, এছাড়া তার আগ পর্যন্ত খুব একটা বেগ পেতে হয়নি নিউক্যাসেলকে। রাফায়েল বেনিটেজের দলের কপাল পোড়ে ৭৬ মিনিটে। ডিবক্সের ভেতর ঢুকে পরা মার্কোস আলোনসোকে আটকাতে প্রথম দফায় ব্যর্থ হয়েছিলেন ফাবিয়ান শার। পরের চেষ্টায় অবশ্য বলেই ট্যাকল করলেন। কিন্তু রেফারির চোখে সেটা পেনাল্টিই মনে হল। স্পট কিক থেকে এডেন হ্যাজার্ড করেন প্রিমিয়ার লিগে নিজের ৭০ তম গোল।
এর আগে ম্যাচে গোল করার তেমন ইঙ্গিত অবশ্য নিউক্যাসেল দেয়নি। বরং হ্যাজার্ড, পেদ্রোরাই প্রথমার্ধে ভালো সুযোগগুলো পেয়েছিলেন অনুমিতভাবেই। তবে নিউক্যাসেলের ৫ জনের রক্ষণ আর ৪ জনের মিডফিল্ড গলে আর গোল পাওয়া হচ্ছিল না চেলসির। পুরো ম্যাচে ৮১ শতাংশ বলের দখল নিয়েও চেলসিকে জয়ের জন্য শেষ পর্যন্ত ঘাম ঝরাতেই হয়েছে। আরেকটু হলে রেকর্ডটাও অবশ্য হয়ে যেত। প্রিমিয়ার লিগে এক ম্যাচে সবচেয়ে বেশি পজেশন বজায় রাখার। সেটা হয়নি অল্পের জন্য, ৮২ শতাংশ বলের দখল নিয়ে এখনও শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি- ক্রিস্টাল প্যালেসের ২০১২ সালের সেই বিখ্যাত ম্যাচটি।
৮৩ মিনিটে হোসেলুর হেডে করা দারুণ এক গোলে সমতায় ফেরে নিউক্যাসেল। ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে গোল করাই কঠিন ছিল, হোসেলুর দক্ষতায় হারতে বসা ম্যাচে ফিরে সেন্ট জেমস পার্কেও ফিরে আছে উচ্ছ্বাস। কিন্তু ৮৯ মিনিটে আত্মঘাতী গোলের খড়্গে আবার সবকিছুই মিলিয়ে যায়। ঠিকমতো বল ক্লিয়ার করতে না পারায় বল পেয়েছিলেন আলোনসো। তার শট পরে ডেয়ান্দ্রে ইয়েডলিনের গায়ে লেগে ঢুকে যায় নিউক্যাসেলের গোলে।
পুরো ম্যাচে মোট ৯১৩ টি পাস দিয়েছে চেলসি। সঙ্গে ৮১ শতাংশ বল পজেশন তো আছেই। সারির চেলসির বদলটা প্রতি ম্যাচেই বুঝিয়ে যাচ্ছে দল। তিন জয়ে নতুন ম্যানেজারও তাই উড়ছেন।