• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আমার কাছে ক্লাবই সবার আগে: মরিনহো

    আমার কাছে ক্লাবই সবার আগে: মরিনহো    

    মৌসুমের শুরু থেকেই খুব একটা স্বস্তিতে নেই তিনি। নতুন ফুটবলার কিনতে না পারা, দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারানো, ফুটবলার সাথে সম্পর্কের অবনতি; সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর সময়টা ভালো যাচ্ছে না। টটেনহামের বিপক্ষে ম্যাচের আগে মরিনহো বলছেন, যতকিছুই হোক ক্লাবের ব্যাপারেই সবার আগে ভাববেন তিনি।

    মরিনহো বলছেন, কোচ হিসেবে তিনি কখনোই ‘স্বার্থপর’ ছিলেন না, ‘আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কখনোই স্বার্থপরের মত আচরণ করিনি। নিজের ব্যাপারে নয়, সবসময়ই ক্লাবের ব্যাপারে আগে ভেবেছি। এখনো সেটাই করে যাচ্ছি। ক্লাবের ভালোর জন্য যে সিদ্ধান্ত নিতে হয়, সেটাই নেবো। এতে সমালোচনা শুনলেও আপত্তি নেই।' 

    ব্রাইটনের বিপক্ষে হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পয়েন্ট হারিয়েও সমর্থকদের পাশে পেয়ে দারুণ খুশি মরিনহো, ‘সমর্থকরা বরাবরই আমাদের পাশে থাকেন। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের সময় ও পরে যেভাবে সবাই দলের পাশে ছিল, এটা অভূতপূর্ব। আমরা ভালো খেলিনি, তাও তারা আমাদের আগের মতোই সমর্থন জুগিয়েছে। এটা দারুণ এক অনুভূতি। আশা করি ফুটবলাররা এটা বুঝতে পেরেছেন, সমর্থকদের জন্যই তাই পরের ম্যাচে সবটুকু দিয়ে লড়তে হবে।’

    রাতে টটেনহামের বিপক্ষে মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ইউনাইটেড।