টেস্ট দলের ব্যাটিং পরামর্শক খুঁজছে বাংলাদেশ
টেস্টে ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে দুশ্চিন্তাটা অনেকদিন ধরেই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো কিছু উপহার দিতে পারেননি। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, খুব দ্রুতই নতুন একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেবেন তারা।
গত এক বছরে টেস্টে প্রতি ইনিংসে বাংলাদেশ গড়ে তুলেছে মাত্র ২০২ রান। শেষ তিন টেস্টে ২০০ রানই পেরোতে পারেননি সাকিব-তামিমরা। নিয়মিত এই ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই নতুন একজন ব্যাটিং পরামর্শকের খোঁজে আছে বাংলাদেশ।
ওয়ানডে দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জিকেই টেস্টের দায়িত্ব দিতে চান নিজামুদ্দিন চৌধুরী, জানিয়েছেন ক্রিকইনফোকে ‘ ম্যাকেঞ্জি আমদের দলের সাথে বিশ্বকাপ পর্যন্ত আছে। তাকে বলা হয়েছিল টেস্ট দলেরও দায়িত্ব নিতে, কিন্তু তিনি সেটা পারবেন না বলেই জানিয়েছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশ্বকাপকে সামনে রেখে। তবে আমরা চাইছি এসবের পাশাপাশি টেস্টের জন্য বিশেষভাবে কেউ থাকুক। আমরা অন্যদের সাথেও কথা চালিয়ে যাচ্ছি। গ্যারি কারস্টেনও এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন।’
নতুন পরামর্শক কবে খুঁজে পায় বিসিবি, সেটাই এখন প্রশ্ন।