• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই: মরিনহো

    সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই: মরিনহো    

     

    সাংবাদিকদের তোপের মুখে পড়বেন তিনি, এ অনেকটা অনুমেয়ই ছিল। টটেনহামের কাছে ঘরের মাঠে ৩-০ তে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো মলিন মুখেই এলেন সংবাদ সম্মেলনে, প্রথম ছিলেন অনেকটাই শান্ত। তবে এক পর্যায়ে সেই শান্ত ভাবটা কেটে গেলো, সাংবাদিকদের থেকে ‘সম্মান’ চেয়ে হুট করেই বের হয়ে গেলেন সংবাদ সম্মেলন থেকে।

    ঘরের মাঠে স্পার্সদের কাছে ৩ গোল খেয়েছে ইউনাইটেড। ব্যাপারটা সংবাদ সম্মেলনে বারবার মরিনহোকে মনে করিয়ে দিচ্ছিলেন সবাই। প্রশ্নঝড়ে বিদ্ধ মরিনহো শেষ পর্যন্ত নিজের মেজাজ ধরে রাখতে পারেননি, সবাইকে মনে করিয়ে দিয়েছেন নিজের ৩ লিগ শিরোপা জয়ের ইতিহাসটা, ‘আপনারা বলুন তো ম্যাচের ফলাফল কী? ৩-০, ৩-০। জানেন ৩-০ কী? আমরা ৩ গোল খেয়েছি। তবে সাথে এটাও মনে রাখবেন, আমি ৩টা লিগ শিরোপাও জিতেছি। এখন লিগের বাকি ১৯ কোচের চেয়ে বেশিবার। আমি একাই ৩টা জিতেছি, তারা সর্বোচ্চ ২বার। একটু সম্মান দিতে শিখুন।’

    টটেনহামের বিপক্ষে হারটা তাদের প্রাপ্য ছিল বলেই স্বীকার করে নিয়েছেন মরিনহো, ‘আমরা অনেক সুযোগ মিস করেছি। এরকম ম্যাচে সুযোগ মিস করলে জয় আসবে না। হারলেও আমি সমর্থকদের আচরণে খুশি, তারা ফুটবলারদের পাশে ছিল এমন হারের পরেও। তারাই আসল বিচারক।’

    অতি রক্ষণাত্মক ফুটবল খেলা নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়েছেন মরিনহো। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। মরিনহো অবশ্য বলছেন, টটেনহামের বিপক্ষে তারা যথেষ্ট আক্রমণাত্মকই ছিলেন, ‘আপনাকে একতা সিদ্ধান্ত নিতে হবে, সুন্দর ফুটবল খেলতে চান না ম্যাচ জিততে চান? যখন আমি ম্যাচ জিতে আসি, তখনও সাংবাদিকরা খুশি হন না! আমরা আজকে অনেক আক্রমণাত্মক ছিলাম, এটা অস্বীকার করতে পারবে না কেউই।’

    মৌসুমের প্রথম তিন ম্যাচের ২ টিতেই হারল ইউনাইটেড। মরিনহোর চাকরি নিয়েই এখন টানাটানি। চাকরিটা বাঁচাতে পারবেন তো স্পেশাল ওয়ান?