• বুন্দেসলিগা
  • " />

     

    "ভিএআর একটা গর্দভ"

    "ভিএআর একটা গর্দভ"    

     

    ভিএআর নিয়ে অনেক আগে থেকেই উঠেছিল বিতর্ক। বিশ্বকাপে ঠিকঠাকভাবে কাজটা করলেও সেই বিতর্ক আবারও উঠেছে বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখ, হফেনহেইম, শালকেসহ লিগের প্রায় সব ক্লাবের ম্যানেজার ও কর্তৃপক্ষই এই রিভিউ পদ্ধতি নিয়ে যারপরনাই অখুশি। হফেনহেইম কোচ জুলিয়ান নাগেলসম্যান তো ভিএআরকে ‘গর্দভ’ বলেই আখ্যায়িত করলেন!

    প্রথমবারের মত ভিএআর ব্যবহার করা হচ্ছে বুন্দেসলিগায়। প্রথম সপ্তাহেই এই পদ্ধতি নিয়ে উঠেছে বিতর্ক । বায়ার্নের বিপক্ষে ম্যাচে তখন ১-১ এ সমতা। রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টি দিলেন। সেই পেনাল্টিতেই এগিয়ে যায় বায়ার্ন। পেনাল্টিটা একদমই হজম করতে পারেননি নাগেলসম্যান, ‘কীভাবে আসলে পেনাল্টিটা দেওয়া হলো, সেটা বিশাল রহস্যের বিষয়। রিভিউ পদ্ধতি তো স্বচ্ছতা আনার জন্য ব্যবহার করা হয়, এটা তো শুধু বিতর্কের জন্ম দিচ্ছে। এটা আসলে এটা গর্দভ ছাড়া কিছুই না।’

    শুধু নাগেলসম্যান নন, পেনাল্টি নিয়ে আপত্তি জানিয়েছেন খোদ বায়ার্ন কোচ নিকো কোভাচ, ‘পেনাল্টিটা পরিষ্কার ছিল না। এটা আসলে অস্বীকার করার কোনও উপায় নেই। যদি আমি রেফারি থাকতাম, তাহলে হয়ত আমিও এটা পেনাল্টি দিতাম না।’

    এদিকে ভলফবুর্গ-শালকে, অগসবার্গ-ডাসেলডকার্ফ, মগ্লাডবাখ-বায়ার্ন লেভারকুসেন; তিন ম্যাচেই ভিএআরের মাধ্যমে দেওয়া সিদ্ধান্ত নিতে সমালোচনার ঝড় উঠেছে। ক্লাব কর্তৃপক্ষ এরই মাঝে বুন্দেসলিগা কর্তৃপক্ষকে ব্যাপারটি আমলে এনে ব্যবস্থা নিতে বলেছেন।