• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পরিপক্ব সিটি এবার চ্যাম্পিয়নস লিগ জিতবে: গুন্দোয়ান

    পরিপক্ব সিটি এবার চ্যাম্পিয়নস লিগ জিতবে: গুন্দোয়ান    

    প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম ধরেই দুর্দান্ত ফুটবল খেলছেন তারা। গতবার তো ম্যানচেস্টার সিটি ১০০ পয়েন্টের রেকর্ড গড়েই শিরোপা জিতেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ এলেই যেন সব এলোমেলো হয়ে যায় তাদের। মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান বলছেন, এই মৌসুমে ‘পরিপক্ব’ সিটি শিরোপা ঘরে তুলবেই।

    প্রতিবারই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে গিয়ে খেই হারিয়ে ফেলে সিটিজেনরা। অনেকের মতে, ভালো দল হলেও ইউরোপ সেরার লড়াইয়ে যথেষ্ট পরিপক্ব না হওয়াতেই সাফল্য আসছে না সিটির।

    গুন্দোয়ান মনে করেন, গার্দিওলার এবারের স্কোয়াডটি অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপক্ব, ‘সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নটা অনেকদিনের। বহু কারণেই সেটা হয়ে ওঠেনি এত বছরে। গত মৌসুমেও মনে হয়েছিল, শিরোপার হয়ত খুব কাছাকাছি যেতে পারব। যদিও সেবার সাফল্য আসেনি। এবার আমার বিশ্বাস সাফল্য অবশ্যই আসবে। চ্যাম্পিয়নস হওয়ার সব যোগ্যতাই আমাদের আছে, দলটাও অনেক বেশি অভিজ্ঞ ও পরিপক্ব।’

    সিটি কি সত্যিই এবার পারবে?