ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জয়ের আত্মবিশ্বাস বেড়েছে: কেইন
ওল্ড ট্রাফোর্ডে কাল ছিল সাদাদের রাজত্ব। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে হ্যারি কেইনের টটেনহাম। কেন বলছেন, ইউনাইটেডের বিপক্ষে মৌসুমের শুরুতেই পাওয়া এমন জয় তাদের লিগ শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।
প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে হোসে মরিনহোর দলের জালে তিন তিনবার বল ঢুকিয়েছেন কেইনরা। প্রতিপক্ষের মাঠে এমন জয়ে উচ্ছ্বসিত কেইন, ‘এটা বিশাল একটা জয়। আমরা মৌসুমের শুরুটা ভালোভাবে করতে চেয়েছিলাম। টানা তিন ম্যাচ সেটা ভালোভাবেই এগোচ্ছে। তৃতীয় ম্যাচেই ইউনাটেডের মত দলের বিপক্ষে এমন জয় সত্যিই অসাধারণ, এটা আমাদের বড় কিছু অর্জনের দেখার স্বপ্ন দেখাচ্ছে।’
ইউনাইটেডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে চলে গেছে স্পার্সরা, স্বীকার করলেন কেইন, ‘এই জয় আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে সবার। সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি। আমরা নিজেদের ইতিহাস নিজেরাই নতুন করে লিখব। আমরা কখনোই ইউনাইটেড, চেলসির মত শীর্ষে থেকে লিগ শেষ করতে পারিনি। গত কয়েক মৌসুমে আমরা ভালো খেলেছি, কিন্তু সেরা হতে পারিনি। এবার সেটা করে দেখানোর সময় এসেছে।’
টটেনহাম কিছু করে দেখাতে পারে কিনা, সেটা সময়ই বলে দেবে।