• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোর গোলই ইউয়েফার সেরা

    রোনালদোর গোলই ইউয়েফার সেরা    

    ওই একটা গোলই এলোমেলো করে দিয়েছিল জুভেন্টাসকে। অবিশ্বাস্য উচ্চতায় লাফিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যাকভলিতে যে গোল করেছিলেন, সেটা দেখে এমনকি অবিশ্বাসে নিজের মাথায় পর্যন্ত হাত চলে গিয়েছিল জিনেদিন জিদানের। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রোনালদোর ওভারহেড কিকে করা ওই গোলটাই স্বীকৃতি পেয়েছে ইউয়েফার বর্ষসেরা গোলের।

    ইউয়েফার সব প্রতিযোগিতায় করা গোলগুলো নিয়ে পাঠকদের মধ্যে একটা ভোটের আয়োজন করেছিল সংস্থাটি। সেখানে রোনালদোর গোলটা বিপুল ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে সবাইকে। ১লাখ ৯৭ হাজারেরও বেশি ভোট পেয়েছেন রোনালদো, সেখানে দুইয়ে থাকা দিমিত্রি পায়েতের (মার্শেইয়ের হয়ে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে লাইপজিগের বিরুদ্ধে) গোলটা পেয়েছে ৩৫ হাজারের খানিকটা বেশি। আর তিনে ঠাঁই করে নিয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৭ উয়েফা কাপে জার্মানির ইভা নাভারোর গোলটি, সেটি পেয়েছে ২৩ হাজারের কিছুটা বেশি।

    এই মৌসুমে রোনালদো রিয়াল ছেড়ে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। দুই ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি। কে জানে, হয়তো এরকম দুর্দান্ত কোনো গোল দিয়েই হয়তো শুরু করবেন !