ইংল্যান্ডকে বিদায় বলে দিলেন ভার্ডি-কেহিল
দেশের হয়ে অভিষেক হয়েছে মাত্র তিন বছর হলো। এর মধ্যে ২৬টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন, খুব বড় কিছু অবশ্য করতে পারেননি। তবে সেই সুযোগ আর পাচ্ছেনও না জেমি ভার্ডি, পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্য ইংল্যান্ড জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন। ভার্ডির সঙ্গে ইংল্যান্ড দল থেকে অবসর নিয়েছেন চেলসি ডিফেন্ডার গ্যারি কেহিলও।
বয়স অবশ্য এমন কিছুই হয়নি। তবে আজকাল ৩১ বছর বয়সে জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার উদাহরণও আছে। ভার্ডিও ক্লাবের হয়ে আরও বেশি খেলতে চান। সেই সঙ্গে আরও বেশি সময় দিতে চান পরিবারকে। বিশ্বকাপ থেকে ফেরার পরেই ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে আলাপ করেছিলেন এ নিয়ে। এর পরেই অবসরের সিদ্ধান্তটা জানালেন আজ।
সাউথগেট অবশ্য ছাড়তে চাননি ভার্ডিকে। এমনিতে হ্যারি কেইন ছাড়া বিশ্বমানের স্ট্রাইকার সেই অর্থে নেই ইংল্যান্ডের, ভার্ডি হতে পারতেন ভালো একজন বিকল্প। তবে বিদায় নিলেও ফেরার একটা দরজা খোলা রেখে দিয়েছেন এই স্ট্রাইকার। যদি সেরকম কোনো সংকট আসে, বা গুরুতর চোটের সমস্যায় ভোগে দল, সেক্ষেত্রে ফিরলেও ফিরতে পারেন এই স্ট্রাইকার। দেশের হয়ে ২৬টি ম্যাচে ভার্ডি গোল করেছেন সাতটি।
২০১৫ সালে অভিষেকের পর ইংল্যান্ডের সব স্কোয়াডে থাকলেও খুব নিয়মিত খেলার সুযোগ পাননি। ভার্ডি বলেছেন, এই ব্যাপারটাও তাঁর সিদ্ধান্ত নেওয়ার ওপর প্রভাব ফেলেছে।
ভার্ডির পর পরেই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন গ্যারি কেহিলও। ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারও আরও বেশি মনযোগ দিতে চান ক্লাব ফুটবলে। ইংল্যান্ডের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন কেহিল, গোল করেছেন পাঁচটি।