ওজিলের পাশে গুন্ডোয়ান
নীরবতা ভেঙ্গে বিতর্কিত সেই বিষয় নিয়ে কথা বলেছেন ইলকায় গুন্ডোয়ান। মেসুত ওজিলের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের পরও এই জার্মান মিডফিল্ডার ছিলেন নিশ্চুপ। লন্ডনে রেসেপ তায়েপ এর্দোয়ানের সঙ্গে ওজিলের যে ছবি নিয়ে ঘটনার সূত্রপাত, তাতে ছিলেন গুন্ডোয়ানও। ওজিল অবসর নিলেও তিনি অবশ্য অমন সিদ্ধান্ত নেননি। বর্ণবাদের কোনো ঘটনা ঘটেনি বলে জার্মান ফুটবলাররা দাবি করলেও গুন্ডোয়ান দাঁড়িয়েছেন ওজিলের পাশেই।
ওজিলের ব্যাপারে কথা বলতে গিয়ে জার্মানির সাবেক কাউন্সিলর বার্ন হালজহরের প্রসঙ্গ টেনে এনেছেন। ওই ঘটনার পর ফেসবুকে গুন্ডোয়ান আর ওজিলের একটি ছবি পোস্ট করে এই দুইজনকে দোষী সাব্যস্ত করে ক্যাপশন লিখেছিলেন। "আমাকে বলুন, জার্মানির একজন রাজনীতিবিদ যদি একটা ছবি পোস্ট করে এমন কিছু লেখে, তাহলে সেটা কি বর্ণবাদী নয়? এমন কিছুকে বর্ণবাদী আচরণই বলা উচিত। আমি বলছি না জার্মানির সবাই বর্ণবাদী। অবশ্যই না। বরং বেশিরভাগ মানুষই ভালো, এবং ইতিবাচক ব্যাপারগুলোই দেশে বেশি। আমার বেশিরভাগ অভিজ্ঞতাই ভালো। কিন্তু একজন রাজনীতিবিদ যখন এভাবে কিছু বলেন নিজের স্বার্থ হাসিলের জন্য, তখনই ব্যাপারটা বর্ণবাদের দিকে মোড় নেয়।"
ওজিলের অবসরটা গুন্ডোয়ানের চোখে দুঃখজনক, জানিয়েছেন এটা ওজিলের নিজের সিদ্ধান্ত। আর তিনি কেন একই পথে হাঁটেননি সেই ব্যাখ্যাও দিয়েছেন পরে। "ওজিলের অবসর একটা দুঃখজনক ঘটনা।" ওজিলের মতোই গেলসেনকারখেনএ জন্ম গুন্ডোয়ানের। জার্মানির হয়ে খেলার স্বপ্নটা গুন্ডোয়ান ওজিলকে দেখেই পেয়েছিলেন বলে জানিয়েছেন, "ওজিলকে দেখেই আমি জার্মানির হয়ে খেলতে চেয়েছি। সেই পথটা তৈরি করে দিয়ে গিয়েছিল। জার্মানির ফুটবলের জন্য তো করেছেই, আমার জীবনেও তার অবদান অনেক। আমি হলে এরকম বিদায় নিতে চাইতাম না।"
"আমার অবশ্য সন্দেহ ছিল সবকিছু আবার আগের মতো হবে কী না। আপনি যদি এতো মানুষের সমালোচনার শিকার হন, নিজের সমর্থকেরাই যদি আপনাকে দুয়ো দেয়, রাজনীতিবিদেরাও আপনার বিপক্ষে কথা বলে- তাহলে আপনি ভাবতে শুরু করবেন। কিন্তু আমি এখান থেকে পিছু হটতে চাই না। জাতীয় দলের হয়ে অনেকগুলো ভালো মুহুর্ত আমি মিস করেছি ইনজুরির কারণে। আর করতে চাই না। যে পরিস্থিতি আছে আমি সেটার মুখোমুখি হতে চাই।"
"আমি জার্মানির হয়ে খেলা চালিয়ে যেতে চাই। যদি দলে ডাক পাই তাহলে না খেলার কোনো কারণই নেই। আমি জানি, জার্মানির ফুটবলের কাছে ঋণী। বুধবারে জার্মান কোচ জোয়াকিম লো নেশনস কাপে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করবেন। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর কোনো বিবৃতি দেননি লো, ওজিলের বিদায় নিয়েও এখনও মুখ খোলেননি।
"