ফুটবল বিশ্বকাপ বাছাইঃ বাংলাদেশ ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
২০১৮ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চলছে এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের বাছাই। এরই অংশ হিসেবে গ্রুপ ‘বি’-তে আগামী ৩রা সেপ্টেম্বর নিজেদের মাঠে বাংলাদেশের মোকাবেলা করবে গত বিশ্বকাপে অংশ নেয়া অস্ট্রেলিয়া। এর পাঁচদিন বাদে ৭ সেপ্টেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা। এ দুটো ম্যাচকে সামনে রেখে গতকাল ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সকারুরা।
প্রাথমিক দলে টিম কাহিল, মাইক জেদিনাকের মতো বিশ্বকাপের মাঠ কাঁপানো তারকাদের পাশাপাশি রয়েছেন ইউরোপের নামি বিভিন্ন ক্লাবে খেলা ১৪ জন ফুটবলার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এশিয়ান কাপজয়ী দলের তারকা স্ট্রাইকার রবি ক্রুজ, মেসিমো লুওনগো ও অ্যাটাকিং মিড ফিল্ডার টম রজিক।
অস্ট্রেলিয়া ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ‘অ্যাওয়ে’ ম্যাচে ২-১ গোলে হারিয়েছে। বিপরীতে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে ও তাজিকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করেছে। তাজিকিস্তানও কিরগিস্তানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে। বাংলাদেশ ও তাজিকিস্তান উভয় দলই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
২৩ সদস্যের অস্ট্রেলিয়া দলঃ আজিজ বেহিচ, নাথান বার্নস, টিম কাহিল, অ্যালেক্স কিসাক (গোলরক্ষক), জেসন ডেভিডসন, তারেক এলরিচ, অ্যাডাম ফেডেরিকি (গোলরক্ষক), জ্যাকসন ইরভিন, মাইল জেদিনাক, টমি জুরিক, রবি ক্রুজ, ম্যাথু লেকি, মাসিমো লুওনগো, ম্যাট রায়ান (গোলরক্ষক), ম্যাথু স্পিরানোভিচ, অ্যালেক্স উইকিনসন, বেইলি রাই, রায়ান ম্যাকগোয়ান, মার্ক মিলিগাম, টমি ওয়ার, ম্যাট ম্যাকেই, টম রজিক, আরন মুই।