• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    স্টার্লিংয়ে চোখ রিয়ালের

    স্টার্লিংয়ে চোখ রিয়ালের    
    • প্রিমিয়ার লিগের দলবদলের সময় শেষ হয়ে গেলেও, লা লিগার ক্লাবগুলোর সময় ফুরোয়নি। আর নতুন করে কাউকে দলে ভেড়াতে না পারলেও, দল খালি করতে সমস্যা নেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। আর রিয়াল মাদ্রিদ দলবদলের বাজারে এখনও সেরকম কাউকে না কেনায়- গুঞ্জনটা সত্যিও ধরে নিতে পারেন। ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের দিকে নজর গেছে রিয়ালের। স্কাই স্পোর্টসের দেওয়া তথ্য বলছে এমনটাই। যদিও এর বেশি কিছু জানা যায়নি। 

     

    • রিয়ালকে নিয়ে দলবদলের বাজারে গুজবের অবশ্য  এখানেই শেষ নয়। অলিম্পিক লিওর স্ট্রাইকার মারিয়ানোকে দলে নিতে চান হুলেন লোপেতেগি। ডমিনিকান স্ট্রাইকার অবশ্য রিয়াল মাদ্রিদের একাডেমি থেকেই বেরিয়েছিলেন। গত মৌসুমে ১৮ গোলও করেছেন। লোপেতেগির ডাকে সাড়া দিতে প্রস্তুত মারিয়ানোও, এএস আর মার্কা সেটা জানিয়েছে নিশ্চিত করেই। 

     

    • বার্সেলোনা থেকে ধারে বরুশিয়া ডর্টমুন্ডে যাচ্ছেন ফরোয়ার্ড পাকো আলকাসের। বার্সায় সেভাবে মেলে ধরতে পারেননি। মূল একাদশে কখনই নিয়মিত ছিলেন না, এই চুক্তিটা তাই একরকম অনুমিতই ছিল। তবে লুইস সুয়ারেজ না থাকলে দ্বিতীয় স্ট্রাইকারের অভাবটা বার্সা কীভাবে পোষাবে সেই প্রশ্নের জবাব থেকে গেল অজানাই। 

     

    • পর্তুগজি স্ট্রাইকার গন্সালো গুয়েদেসকে পিএসজি থেকে কিনে নিয়েছে ভ্যালেন্সিয়া।