• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন শুরুর আশায় ক্যারিয়াস

    দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন শুরুর আশায় ক্যারিয়াস    

     

    নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা যে এরকম দুঃস্বপ্ন হয়ে থাকবে, সেটা হয়ত কল্পনাতেও ভাবেননি। লরিস ক্যারিয়াসের সেই মহা ভুলের কারণেই শিরোপার কাছে গিয়েও হৃদয় ভেঙ্গেছিল লিভারপুলের। ওই ম্যাচের পর সমালোচনার ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। কাল লিভারপুল থেকে ধারে খেলতে এসেছেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। ক্যারিয়াস বলছেন, ফাইনালের দুঃস্বপ্ন পেছনে ফেলে নিজের ক্যারিয়ারটা নতুনভাবে শুরু করতে চান।

    বেসিকতাসে ভালো পারফর্ম করে সব সমালোচনার জবাব দিতে চান ক্যারিয়াস, ‘যা হয়েছে, সেটাই ফুটবল। আমাকে দুর্ভাগ্যবান বলতে পারেন, তবে জীবনে এরকম বহুবার হয়। খুব বেশি ফুটবলার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে পারে না। এটা বিশাল বড় একটা পাওনা। সেই ফাইনালের দুঃস্মৃতি পেছনে ফেলে আমি এগিয়ে যেতে চাই। অতীতের দিকে তাকাতে চাইনা, ভবিষ্যৎটা ভালো করতে চাই।’

    ফাইনালের পর মস্তিষ্কের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে হয়েছিল ক্যারিয়াসকে। সেই কঠিন সময়ে লিভারপুল কোচ ক্লপকে পাশে পেয়েছেন বলেই জানান ক্যারিয়াস, ‘এতকিছুর পড়েও ক্লপ আমাকে বলেছিল যে, লিভারপুলের হয়ে খেলতে দেখতে চান। কিন্তু আমিই তাকে বলেছিলাম, আমার বেসিকতাসে খেলতে আসাটা জরুরি এই মুহূর্তে। সে আমার অবস্থাটা বুঝেছে। এই চুক্তিটা সবার জন্যই ভালো হয়েছে।’

    বেসিকতাসের সাথে দুই বছরের চুক্তি হয়েছে ক্যারিয়াসের।