• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    জার্মানির বিশ্বকাপ ব্যর্থতার জন্য আমিই দায়ী: লো

    জার্মানির বিশ্বকাপ ব্যর্থতার জন্য আমিই দায়ী: লো    

    দীর্ঘ ৮০ বছরে যা হয়নি, এবার তাই হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি। দলের এই পরিণামের পড়েও কোচের পদে বহাল আছেন জোয়াকিম লো। লো বলছেন, বিশ্বকাপে জার্মানদের ভরাডুবির জন্য তিনিই দায়ী।

    ১২ বছর ধরে জার্মানির কোচের দায়িত্বে আছেন। দলকে জিতিয়েছেন ২০১৪ বিশ্বকাপ, ভেসেছেন প্রশংসায়। এবার অবশ্য মুদ্রার উল্টোপিঠটা দেখতে হয়েছে লোকে। ফুটবলারদের নয়, নিজের কৌশলকেই দায়ী করছেন বাজে পারফরম্যান্সের জন্য, ‘মেনে নিতে কষ্ট হচ্ছিল ব্যাপারটা। আমি যেভাবে খেলাতে পছন্দ করি জার্মানিকে, সেটাই করতে চেয়েছিলাম। কিন্তু এবার একটু অতিরিক্তই হয়ে গেছে সবকিছু। হারের জন্য দায় আমারই।’

    গত এক দশকে প্রথমবারের মত র‍্যাংকিংয়ের দশের বাইরে চলে গেছে জার্মানি। রাশিয়া বিশ্বকাপের হতাশা ভুলে আবারও দলকে নতুনভাবে গড়ে তোলাই লোর লক্ষ্য, ‘আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টাই করছি। সামনে বেশ কয়েকটি ম্যাচ আছে। বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্স ভুলে আবারও আগের রূপে ফিরবে জার্মানি, এটাই চাইছি।’

    জার্মানিকে কি আগের বিধ্বংসী রূপে ফিরিয়ে আনতে পারবেন লো?