• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য ফ্রান্সের দল ঘোষণা

    জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য ফ্রান্সের দল ঘোষণা    

    আগামী মাসে জার্মানির বিপক্ষে ইউয়েফা নেশনস কাপের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দিদিয়ের দেশমের ২৩ জনের দলটা হুবহু বিশ্বকাপের দলই, পরিবর্তন শুধু একটা। গোলরক্ষক স্টিভ মাদাঁদার জায়গায় এসেছেন বোর্দোর গোলরক্ষক বেনোইত কস্টিল। 
     

    গোলকিপার: আলফোনসে আরি‌ওয়ালা (পিএসজি), হুগো লরিস (টটেনহ্যাম) ‌ও বেনোইত কস্টিল (বোর্দো) 

    ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), প্রেসনাল কিম্পেবে (পিএসজি), বেঞ্জামিন মেন্ডি (ম্যান সিটি), বেঞ্জামিন পাভার্দ (স্টুটগার্ট), আদিল রামি (মার্শেই), জিব্রিল সিদিবে (মোনাকো), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা) ‌ও রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ)।

    মিডফিল্ডার :  এন'গোলো কান্তে (চেলসি), ব্লেইস মাতুইদি (জুভেন্টাস), স্টিভেন এন'জনজি (সেভিয়া), পল পগবা (ম্যানইউ) ‌ও কোরেন্টিন টোলিসো (বায়ার্ন)।

    ফরোয়ার্ড : উসমান দেম্বেলে (বার্সেলোনা), নাবিল ফেকির (লি‌ঁও), অলিভার জিরু (চেলসি), আঁতোয়া  গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), থমাস লেমার (অ্যাটলেটিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) ‌ও ফ্লোরিয়ান থোভান (মার্শেই)।