• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আর্সেনালের অনুশীলনে নিষিদ্ধ ফলের রস

    আর্সেনালের অনুশীলনে নিষিদ্ধ ফলের রস    

    আর্সেনালের দায়িত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি, মাঠে মৌসুমের শুরুটা ভালো হয়নি খুব একটা। শেষ পর্যন্ত আর্সেনালকে উনাই এমেরি কতটা বদলে দিতে পারবেন, সেটা সময় হলেই জানা যাবে। তবে অনুশীলন আর খাবার দাবারে বেশ বদল এনেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, এর মধ্যে অনুশীলনে ফলের জুস নিষিদ্ধ করেছেন এমেরি, পানির ওপরে আরও বেশি জোর দিচ্ছেন।

    দায়িত্ব নেওয়ার পরেই অনুশীলনে খেলোয়াড়দের আরও বেশি ঘাম ঝরানোর ব্যবস্থা করেছিলেন এমেরি। প্রেসিং ফুটবল ঝেলার জন্য এমেরি এমনই অনুশীলন সেশন করেছিলেন, খেলোয়াড়দের তাতে জিভ বের হয়ে যেত। আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিনই তখন বলেছিলেন, এমেরি আসার পর জিমে তারা আরও বেশি সময় দিচ্ছেন। এবার খেলোয়াড়দের ফলের মিষ্টি রসেও নিষেধাজ্ঞা জারি করলেন। যদিও ইংলিশ লিগে খেলোয়াড়দের ফলের রস খাওয়াটা মোটামুটি নিয়মিতই।

    এমেরির পূর্বসূরি ওয়েঙ্গারও খাবার দাবারের ব্যাপারে বেশ সচেতন ছিলেন। ২২ বছর আগে আর্সেনালের দায়িত্ব নেওয়ার পরেই চকলেটের মতো জিনিস নিষিদ্ধ করেছিলেন, মাছ-সব্জির ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। ওয়েঙ্গারের সেই পরিকল্পিত ডায়েটের সুফল পরে পেয়েছে আর্সেনাল। এমেরির ক্ষেত্রে পাবে কি না তা সময়ই দলে দেবে।