মরিনহোর ঢোলটা পেটালেন গার্দিওলাও
১৯৯২ সালের পর প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ ম্যাচের দুইটিতেই হেরেছে তারা, আর সব দোষ পড়েছে হোসে মরিনহোর ওপর। ওল্ড ট্রাফোর্ড অবশ্য মরিনহোর পাশে থাকলেও, সংবাদ সম্মেলনে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছেন মরিনহো। টটেনহামের কাছে ৩-০ গোলে হারের পর সংবাদ সম্মেলন ছেড়েছিলেন অনেকটা রাগ করেই, সম্মান চেয়ে। বার্নলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কথা বললেন একই সুরে। এবার নিজের ঢোল পেটাতে হয়েছে, নিজেকে অন্যতম সেরা কোচ দাবি করেছেন মরিনহো।
সেই দাবি করার যৌক্তিকতা অবশ্য মরিনহোর আছে। কিন্তু পরিস্থিথি বিপরীতে চলে যাওয়ায় এখন নিজেকেই সেরা দাবি করতে হচ্ছে মরিনহোকে। "আমি অন্যতম সেরা ক্লাবের ম্যানেজার। আর আমি নিজেও অন্যতম সেরা কোচ।" ক্যারিংটনে সংবাদ সম্মেলনে বলেছেন মরিনহো। এরপর তার কাছে প্রশ্ন করা হয়েছিল, যদি ইউনাইটেডের হয়ে লিগ জিততে না পারেন তাহলেও কি তিনি সেরা মনে করবেন নিজেকে? সেই প্রশ্নের জবাবে জার্মান এক দার্শনিকের কথা থেকেও উদ্ধৃতি করেছেন ইউনাইটেড ম্যানেজার।
"আপনি কি এই প্রশ্নটা প্রিমিয়ার লিগে যারা তৃতীয় হয়েছে বা চতুর্থ হয়েছে সেই দলের ম্যানেজারদের করেছেন? আপনি কোনো দার্শনিকের কথা পড়েছেন? একটা উদাহরণ দেই, হেগেল বলেছিলেন, সত্যিটা খুঁজতে হলে পুরোটা বিচার করতে হবে। পুরোটা বিচার করতে হবে।"
"আগের মৌসুমে আমার অনেক সাফল্য ছিল। এটা হয়ত আপনারা স্বীকার করতে চান না। আমি নিজেই আমার বিশ্লেষণ করি, আর সে ব্যাপারে আমি কী ভাবছি সেটা আপনারা কী ভাবছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শেষ দুই বচহর আগে আমি দারুণ একটা মৌসুম কাটিয়েছি ইউরোপা লিগ জিতে। অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে ইউরোপা লিগ জিতল, তখন সবাই তাদের বাহবা দিল। আমরা ইউরোপিয়ান শিরোপা জেতা শেষ ইংলিশ দল। আমি আবারও বলি, আমি ৮ টি শিরোপা জিতেছি। এই শিরোপাগুলো কোনটাই ছোট নয়। ছোট কোনো দেশেও না। আমি বিশ্বের একমাত্র ম্যানেজার, যে ইংল্যান্ড, ইতালি আর স্পেনে শিরোপা জিতেছি। গত মৌসুমে দ্বিতীয় হওয়াটাও আমার ক্যারিয়ারে অন্যতম বড় অর্জন বলে আমার মনে হয়।"
মরিনহো যে চাপে আছেন, সেটা জানেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলা। দুঃসময়ে প্রতিপক্ষের পাশেই দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ। এই চাকরিটার ধরনই এমন, ফলের ওপর নির্ভর করে সবকিছু, তাই গার্দিওলাও মরিনহোর পক্ষেই। "দুর্ভাগ্যবশত আমাদের চাকরিটাই এমন। আমাদের সবকিছু নির্ভর করে ফলের পর, এটাই দুর্ভাগ্য। যখন আমরা জিতি, তখন আমরা ভালো। যখন জিতি না, তখন ভালো না- এতো সহজেই বিচার করা হয় আমাদের। আসলে মানটাই সব। কার মান কেমন তার ওপরই সবকিছু নির্ভর করে। প্রিমিয়ার লিগে যারা কোচ হিসেবে আসে, তারা সবাই খুবই খুবই উঁচু মানের কোচ।"