শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ আফগানিস্তানের
তৃতীয় ওয়ানডে, বেলফাস্ট
আয়ারল্যান্ড ১২৪ অল-আউট, ৩৬.১ ওভার
আফগানিস্তান ১২৭/২, ২৩.৫ ওভার
আফগানিস্তান ৮ উইকেটে জয়ী ও সিরিজে ২-১ ব্যবধানে জয়ী
প্রথম ম্যাচে জিতেছিল আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড। বেলফাস্টে তৃতীয় ওয়ানডে ছিল তাই ‘ফাইনাল’, আয়ারল্যান্ডকে সেখানে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে আফগানিস্তান। আইরিশদের ১২৪ রানে আটকে দিয়ে ১৫৭ বল বাকি রেখে ৮ উইকেটে জিতেছে আফগানিস্তান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভাল হয়নি, এরপর তারা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। সাতে নামা গ্যারি উইলসনের ২৩ রানই ইনিংস সর্বোচ্চ, আর পাঁচজন দুই অঙ্ক ছুঁলেও ১৭-এর বেশি করতে পারেননি কেউ।
৫ম উইকেটে ৩২ রান তুলে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন সিমি সিং ও কেভিন ও’ব্রায়েন, দুজনই এলবিডব্লিউ হয়েছেন দিনে সেরা বোলার রশিদ খানের বলে। ৮ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। পেসার আফতাব আহমেদ ও গুলবাদিন নাইব ও স্পিনার মোহাম্মদ নবি নিয়েছেন দুইটি করে উইকেট। একটি নিয়েছেন অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
রানতাড়ায় দ্বিতীয় ওভারেই বয়েড র্যাঙ্কিনের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মোহাম্মদ শাহজাদ, দলীয় ৩ রানে। দ্বিতীয় উইকেটে ইহসানউল্লাহ ও রহমত শাহ করেছেন ফিফটি জুটি। পিটার মারটাঘের বলে ক্যাচ দেওয়ার আগে ৩৩ রান করেছেন রহমত। তবে শেষ পর্যন্ত ৬২ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন ইহসানউল্লাহ। রহমতের পর তাকে সঙ্গ দিয়েছেন ৩৪ রানে অপরাজিত থাকা হাসমতউল্লাহ শাহিদি।