• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সার গ্রুপটাই সবচেয়ে কঠিন: ভালভের্দে

    বার্সার গ্রুপটাই সবচেয়ে কঠিন: ভালভের্দে    

    মৌসুমের শুরুতে লিওনেল মেসি বলছিলেন, এবার চ্যাম্পিয়নস লিগে জেতার জন্য আদাজল খেয়েই নামবে বার্সেলোনা। এই আসরে চ্যাম্পিয়নস লিগ অভিযানে গ্রুপ পর্বের লড়াইয়ে বার্সার মুখোমুখি টটেনহাম, পিএসভি আইন্দহোফেন ও ইন্টার মিলান। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভের্দে বলছেন, বার্সার গ্রুপটাই সবচেয়ে কঠিন।

    গ্রুপ পর্ব নিয়ে খানিকটা চিন্তিত ভালভের্দে, ‘বি গ্রুপটা অনেক কঠিন হয়েছে। হয়ত এবারের টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ এটাই। তিন দলই দুর্দান্ত ফুটবল খেলে, কেউ একবিন্দু ছাড় দেবে না।  তাদের এই টুর্নামেন্টের ইতিহাসও অনেক সমৃদ্ধ। সব মিলিয়ে ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’

    গ্রুপের অন্য দুই প্রতিপক্ষের চেয়ে টটেনহামকে নিয়ে ভালভের্দের ভাবনাটা একটু বেশি, ‘গত কয়েক বছর ধরে টটেনহাম অনেক এগিয়ে গেছে। তারা এই গ্রুপে আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগেই তারা যেভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল, এক কথায় সেটা অসাধারণ। তবে আমরাও সবটুকু দিয়ে চেষ্টা করব গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাওয়ার।’

    বার্সেলোনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে টটেনহাম-ইন্টার কতটুক প্রতিরোধ গড়তে পারে, সেটাই দেখার বিষয়।