ইউনাইটেডের দুরবস্থার সদ্ব্যবহার করতে চায় সিটি: কোম্পানি
একটা সময় দুই ক্লাবের দূরত্বটা ছিল যোজন যোজন। তবে সাম্প্রতিককালে ম্যানচেস্টার সিটি অনেকটাই এগিয়ে থাকছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে। এই মৌসুমের শুরুটাও বাজে হয়েছে মরিনহোর ইউনাইটেডের। সিটি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি বলছেন, ইউনাইটেডের এই দুরবস্থার পুরো সদ্ব্যবহার করতে হবে সিটিকে।
প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইউনাইটেড। মরিনহোর চাকরি নিয়েও এখন টানাটানি, সাথে যোগ হয়েছে দলের ফুটবলারদের সাথে তার সম্পর্কের অবনতিও। অন্যদিকে গত মৌসুমের মত সিটি এবারও আছে দুর্দান্ত ফর্মে, তিন ম্যাচের একটিতেও হারেনি তারা।
কোম্পানি মনে করেন, ইউনাইটেডের চেয়ে এগিয়ে থাকাই সিটির সবার চাওয়া, ‘অ্যালেক্স ফার্গুসন ইউনাইটেডকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার যাওয়ার পর সব আগের মত থাকবে, এটা আশা করা ভুল। এখনও ফার্গুসন পরবর্তী ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি। তাদের আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগবে। আর এই সুযোগটাই সিটিকে নিতে হবে। কয়েক মৌসুম ধরেই আমরা তাদের চেয়ে এগিয়ে আছি। এবারও আশা করি তেমনটাই হবে।’
মৌসুম শেষে কে এগিয়ে থাকবে, সেটা সময়ই বলে দেবে।