• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগেও আসছে ভিএআর?

    চ্যাম্পিয়নস লিগেও আসছে ভিএআর?    

    ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি শুরু থেকেই জন্ম দিয়েছে বিতর্কের। তবে এতশত বিতর্কের পরেও এবারের বিশ্বকাপে বেশ ভালোভাবেই উতরে গেছে এই পদ্ধতিটি। লা লিগা ও বুন্দেসলিগাতেও এই মৌসুম থেকে শুরু হয়েছে এর ব্যবহার। ইউয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগেও দেখা যেতে পারে ভিএআরকে।

    সেফেরিন বলছেন, যুগের সাথে তাল মেলাতে হলে ভিএআর ব্যবহার করাই উত্তম, ‘আমরা চিন্তাভাবনা করছি বিষয়টা নিয়ে। আগামী মৌসুমের সুপার কাপের ফাইনাল দিয়ে ভিএআর চালু করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সবার সাথে আলোচনার পরেই।’

    ভিএআর নিয়ে বিতর্কের বিষয়টাও মাথায় রাখছেন সেফেরিন, ‘এখনও সবার কাছে ভিএআরের সবকিছু পরিষ্কার না। এটায় কত সমস্যা আছে সেটাও আমরা জানি। তবে এটা এখন সময়ের দাবি। আগামী মৌসুমে শুরু করলেই বুঝা যাবে এটা চ্যাম্পিয়নস লিগের সাথে কতটুক খাপ খাওয়াতে পারে।’

    শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ভিএআরের দেখা পাওয়া যায় কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছর।