• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'হিংসুক' রোনালদোকে দলে চান না দালিচ

    'হিংসুক' রোনালদোকে দলে চান না দালিচ    

     

    তাকে পেছনে ফেলে লুকা মদ্রিচ জিতেছেন এবারের ইউয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব। মদ্রিচের এই জয়ে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছের মানুষরা খুব একটা খুশি হতে পারেননি, মদ্রিচকে দু-চারটে কথা শুনাতেও ছাড়েননি অনেকেই। এসবে বিরক্ত হয়ে মদ্রিচের ক্রোয়েশিয়ান কোচ দালিচ বলছেন,  হিংসুক ও স্বার্থপর রোনালদোকে কখনোই নিজের দলে দেখতে চাইতেন না তিনি।

    রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস, জুভেন্টাস প্রেসিডেন্ট বেপ্পে মারোতা ও রোনালদোর বন কাটিয়া আভেরিও কিছুতেই মানতে পারেননি মদ্রিচের পুরস্কার পাওয়াটা। এ নিয়ে কম কথা হয়নি গত কয়েকদিনে। অনুষ্ঠানে উপস্থিত না থেকে সমালোচনা শুনেছেন খোদ রোনালদোও।

    দালিচ বলছেন, রোনালদো আসলে অন্যের অর্জন সহ্য করতে পারেন না, ‘রোনালদোর অই অনুষ্ঠানে না আসা ও মদ্রিচকে নিয়ে ওসব মন্তব্য, ওগুলো নিয়ে আসলে কথা বলতেই ইচ্ছে হয় না। আমি আগেও বলেছিলাম, রোনালদো খুবই স্বার্থপর ও হিংসুক একজন ফুটবলার, আমি তো তাকে কখনোই নিজের দলে চাইব না! সে এমন একজন ফুটবলার যে সবসময় ভাবে, দল হারুক অথবা জিতুক, সে যেন গোল পায়।’