সুন্দর ফুটবল নয়, আমি জয় চাই: গার্দিওলা
টিকিটাকা ফুটবল দিয়ে বার্সেলোনাকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। বার্সার পর বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে সেই টিকিটাকা খুব একটা না দেখা গেলেও সাফল্য পেপ গার্দিওলার পিছু ছাড়েনি। গতবারের রেকর্ডভাঙ্গা মৌসুমের পর এবারও দুর্দান্ত গতিতে ছুটছে সিটিজেনরা। গার্দিওলা বলছেন, সুন্দর ফুটবল নয়, তার কাছে দিনশেষে জয় পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এই মৌসুমে ৪ ম্যাচের ৩ টিতেই জিতেছে সিটি। কাল নিউক্যাসেলের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। ফুটবলে জয়টাই সব, গার্দিওলা বিশ্বাস করেন এটাই, ‘আসলে ‘সুন্দর ফুটবল’ প্রবাদে আমি বিশ্বাসী নই। আমি শুধু জিততে চাই। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ফুটবলে দিনশেষে জয়টাই আসল। কীভাবে খেললেন, সেটা খুব একটা বড় ব্যাপার না।’
গার্দিওলা সুন্দর ফুটবল না চাইতে পারেন, কিন্তু দর্শকরা তো চান। গার্দিওলা বলছেন, সমর্থকদের চাহিদা পূরণ করার সর্বাত্মক চষটাই করে সিটি, ‘মানুষ খেলা দেখতে আসে। তাদের মন ভরানোটা আমদের দায়িত্ব। আমাদের অনেক প্রতিভাবান ফুটবলার আছে, তাদের খেলায় মুগ্ধ হয় সবাই। অতি রক্ষণাত্মক ফুটবল আমরা খেলি না। ২০০৮, ২০০৯ এ আমাদের যে রক্ষণভাগ ছিল, সেটা এখন নেই। আক্রমণটাই সিটির মুল হাতিয়ার। তাই খেলাটা আশা করি সবার ভালই লাগে!’