• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    লাল কার্ড দেখেও অনুতপ্ত নন এমবাপ্পে

    লাল কার্ড দেখেও অনুতপ্ত নন এমবাপ্পে    

     

    শেষ বাঁশি বাজতে কয়েক সেকেন্ড বাকি। বল পায়ে নিয়ে আক্রমণে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠে তাকে বাজেভাবে ফাউল করে বসলেন নিমসের তেজি সাভানিয়ের। ফাউলটা কিছুতেই মানতে পারেননি এমবাপ্পে, উঠে এসে সজোরে ধাক্কা মেরে ফেলে দিলেন তাকে। রেফারি এরপর দুজনকেই দেখান লাল কার্ড। ম্যাচের পর এমবাপ্পে বলেছেন, তাকে ফাউল করলে প্রতিবারই এভাবে প্রতিবাদ জানাবেন, এতে লাল কার্ড খেলেও নাকি তার আফসোস হবে না!

    ফাউলের শিকার হলে চুপ থাকবেন না, বলছেন এমবাপ্পে, ‘এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হবে জানি। কিন্তু লাল কার্ড দেখে আমি মোটেও অনুতপ্ত নই। যদি আমাকে এভাবে ফাউল করা হয়, আমি আবারো একই কাজ করবো। অকারণে এরকম ফাউল তো কিছুতেই মেনে নেওয়া যায় না।’

    তবে প্রতিপক্ষের ফুটবলারকে ধাক্কা মেরে কার্ড দেখায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, ‘আমার আচরণে হয়ত পিএসজি সমর্থকরা কষ্ট পেয়েছেন, আসলে আমার কিছুই করার ছিল না। তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কারো ভালো লাগুক না লাগুক এসব আমি সহ্য করব না।’

    লাল কার্ড দেখার আগে গোল পেয়েছিলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত পিএসজি ৪-২ গোলের জয় নিয়ে লিগের শীর্ষেই রইল।