• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রক্ষণের কারণেই সিটির মতো খেলতে পারে না ইউনাইটেড: মরিনহো

    রক্ষণের কারণেই সিটির মতো খেলতে পারে না ইউনাইটেড: মরিনহো    

     

    প্রথম তিন ম্যাচের দুটিতেই হার। বার্নলির বিপক্ষে আজকের ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে হোসে মরিনহোর চাকরি। মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মরিনহো বলছেন, দলের রক্ষণভাগের দুর্বলতার জন্যই ম্যানচেস্টার সিটি, লিভারপুলদের মতো খেলতে পারছে না ইউনাইটেড।

    ইউনাইটেডের রক্ষণাত্মক ফুটবল নিয়ে মরিনহোকে কম সমালোচনা শুনতে হয়নি। মরিনহো বলছেন, ইচ্ছা থাকলেও অন্যদের মতো খেলতে পারে না তার দল, ‘সবাই যেভাবে চায়, আমরা চেষ্টা করি সেভাবে খেলার। ভবিষ্যতেও চেষ্টা করব। কিন্তু এটা বেশিরভাগ সময় সম্ভব হয় না। আমরা যদি আক্রমণে যাই, আর প্রতিপক্ষ সেখান থেকে প্রতি আক্রমণ করে, তাহলে আমাদের রক্ষণভাগ ভুল করতে পারে। লিভারপুল, সিটির মতো দলের রক্ষণভাগ অনেক শক্তিশালী, তাই তারা বেশি আক্রমণ করতে পারে।’

    ইউনাইটেড কি তাহলে সিটি, লিভারপুলের মতো খেলতে পারবে না? মরিনহো অবশ্য কারো সাথে তুলনা না করে নিজেদের মতো খেলা চালিয়ে যেতে চান, ‘তারা তাদের মতো খেলে, আমরা আমাদের মতো খেলি। দুটা আসলে মিলিয়ে লাভ নেই। টটেনহামের সাথে আমরা ভালো খেলেছি। কিন্তু ৫ মিনিটের ব্যবধানে রক্ষণের দুটি ভুলের জন্যই আমাদের হারতে হয়েছে। এরকম না ঘটলে আমরা সামনের ম্যাচগুলো জিততে পারব।’

    রাতে ওল্ড ট্রাফোর্ডে বার্নলির মুখোমুখি হবে ইউনাইটেড।