রোনালদোর আরও সময় দরকার : আলেগ্রি
সিরি আর ৩ ম্যাচ পরও গোলশূন্য রয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি খেলোয়াড়দের জন্য সেটা খবর না হলেও রোনালদোর ৩ ম্যাচ গোলশূন্য থাকা হয়ে যায় শিরোনাম। গত মৌসুমেও অবশ্য পর্তুগিজ ফরোয়ার্ড শুরুটা করেছিলেন ধীর গতিতে। কিন্তু মৌসুম শেষে সব ভুলিয়ে দিয়েছেন, শেষ করেছিলেন ৪৪ গোল করে। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলছেন রোনালদোর গোল করতে না পারা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মানিয়ে নিতে আরও সময় লাগবে তার, সেটা হয়ে গেলেই পুরনো ফর্মে ফিরবেন রোনালদো।
"সিরি আতে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দরকার সময়। এখন সে ভাগ্যের ছোঁয়াটাও পাচ্ছে না। বল তার কাছে আসছে না, মারলেও সেটা যাচ্ছে বাইরে দিয়ে। বিরতির পরই আমরা সবাই আবার উজ্জীবিত হব, আর তখনই আসলে মৌসুমের আসল শুরু।"
আলেগ্রির মতে লা লিগার মতো সিরি আতে গোল করা এতো সহজ নয়। সিরি আর দলগুলো রক্ষণে বেশি মনোযোগী বলেই মনে করেন তিনি। "সিরি আর দলগুলো রক্ষণে অনেক মনোযোগী। কোন লিগ ভালো আমি সেটা নিয়ে কথা বলছি না। এখানে সবগুলো দলেরই রক্ষণ ভালো আর কোচেরাও অনেক বেশি ভালো।"
"তারা প্রতি ম্যাচের আগেই প্রতিপক্ষ দলগুলোকে বিশ্লেষণ করে আর কীভাবে কম গোল হজম করা যায় সেই ছক কষে। সবাই অবশ্য সিরি আকে কিছুটা নিচের দিকে রাখে। কিন্তু সত্যিটা হল এখানে আপনি চাইলেই ৪০ গোল করতে পারবেন না। এটা এখানে হয় না। একবারই হয়েছে, গঞ্জালো হিগুয়াইন সেবার করে দেখিয়েছিল। এটা আসলে অনন্য এক উদাহরণ। সাধারণত ইতালির সর্বোচ্চ গোলদাতা মৌসুম শেষে ২৬, ২৭ গোল পায়। আর তারা সাধারণত লিগও জিততে পারে না। তাই এসব নিয়ে আমাদের কোনো সমস্যাও নেই।"