• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেড হারলেই সাংবাদিকরা খুশি হতেন: মরিনহো

    ইউনাইটেড হারলেই সাংবাদিকরা খুশি হতেন: মরিনহো    

     

    তিন ম্যাচে দুই হারের পর তার চাকরি বাঁচানো নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বার্নলির বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনহো সাংবাদিকদের একটু খোঁচা মেরেই বললেন, ইউনাইটেডের এই জয়ে তারা হয়ত একটু কষ্টই পেয়েছেন!

    গত সপ্তাহে হারের পর সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন স্পেশাল ওয়ান। বারবার তাদের মনে করিয়ে দিচ্ছিলেন, তিনি একাই তিনবার লিগ শিরোপা জিতেছেন, যা অন্য ১৯ ক্লাবের কেউই পারেনি। এক পর্যায়ে সাংবাদিকদের কাছে ‘সম্মান’ চেয়ে বের হয়ে যান সংবাদ সম্মেলন থেকে।

    বার্নলিকে হারিয়ে মরিনহো বলছেন, সাংবাদিকরা হয়ত তার হারই দেখতে চেয়েছিলেন, ‘এই জয়ে অবশ্যই আমরা সবাই খুশি, বিশেষ করে আমি। তবে আমার মনে হচ্ছে আমাদের এই জয়ের পর সাংবাদিকদের অনেকেই খুব একটা খুশি হতে পারেননি! আমরা হারলেই তো তাদের জন্য ভালো হয়! এই ম্যাচে আমরা সমালোচনা করার সুযোগই দেইনি কাউকে। প্রথম মিনিট থেকেই দুর্দান্ত খেলেছে সবাই।’

    পরবর্তী সপ্তাহগুলোতেও জয়ের ধারা বজায় রাখবে ইউনাইটেড, বিশ্বাস মরিনহোর, ‘জয়ের ধারাটা বজায় রাখতে হবে। গতবার ঘরের মাঠে হারের পড়েও সমর্থকরা আমাদের পাশে ছিল, এই ম্যাচেও তাদের পাশে পেয়েছি। ফলাফল ভালো হোক কিংবা খারাপ, তাদের সবসময় পাশেই চাই।’