• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোকে ছাড়া রিয়াল অনেকটাই দুর্বল: মেসি

    রোনালদোকে ছাড়া রিয়াল অনেকটাই দুর্বল: মেসি    

     

    রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছিলেন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবার অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো লড়বেন জুভেন্টাসকে ট্রফি জেতানোর জন্যই। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি বলছেন, রোনালদোকে ছাড়া অনেকটাই ‘দুর্বল’ হয়ে গেছে রিয়াল।

    গত ৯ বছরে তাদের দুজনের মাঝে লড়াইটা ছিল ধ্রুপদী। একবার মেসি তো আরেকবার রোনালদো, সেরা ফুটবলারের খেতাবটাও দুজন ভাগাভাগি করে নিয়েছেন নিয়মিতই। এল ক্লাসিকোর লড়াইটাও বাড়তি উত্তেজনার ছোঁয়া পেয়েছিল মেসি-রোনালদোর কারণেই।

    রোনালদোকে হারিয়ে দুর্বল হয়েছে রিয়াল, শক্তিশালী হয়েছে জুভেন্টাস। কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই দাবি মেসির, ‘রিয়াল অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল, তাদের স্কোয়াডও শক্তিশালী। কিন্তু রোনালদোর চলে যাওয়ায় সেটা কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে রোনালদোকে পেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল জুভেন্টাস।’

    রোনালদো কেনো রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেলেন, সেটা এখনও বুঝে উঠতে পারেননি মেসি, ‘যখন সে রিয়াল ছাড়ার ঘোষণা দিল, খুব অবাক হয়েছিলাম। সে রিয়াল ছেরে জুভেন্টাসে যেতে পারে, এটা তো বিশ্বাসই করতে পারছিলাম না! অনেক দলই তাকে পেতে চেয়েছিল। অবাক করার মতো ঘটনা হলেও শেষ পর্যন্ত সে একটা ভালো ক্লাবেই গেছে।’