"মিডিয়াকে সামলে দলের ওপর চাপ কমাচ্ছেন মরিনহো"
সংবাদমাধ্যমের সাথে তার সম্পর্কটা কখনোই খুব একটা মধুর ছিল না। এই মৌসুমের শুরু থেকেই সাংবাদিকদের সাথে রীতিমত কথার লড়াইয়ে নেমেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। ইউনাইটেড মিডফিল্ডার নেমাঞ্জা মাতিচ বলছেন, সাংবাদিকদের সাথে মরিনহোর এমন আচরণ দলের ফুটবলারদের ওপর থেকে বাড়তি চাপ সরিয়ে নিচ্ছে।
প্রথম তিন ম্যাচের দুটিতে হারার পর সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন মরিনহো। এক পর্যায়ে ‘সম্মান’ চেয়ে বের হয়ে গেছেন সংবাদ সম্মেলন থেকে। পরের সপ্তাহে বার্নলি বিপক্ষে জিতে সেই সাংবাদিকদেরই খোঁচা দিয়ে মরিনহো বলেছিলেন, ইউনাইটেডের জয়ে মিডিয়া হয়ত একটু কষ্টই পেয়েছে!
মাতিচ মনে করেন, মিডিয়াকে নিয়ে মরিনহোর এমন কথাবার্তা দলের জন্য ‘উপকারী’, ‘তিনি যা করছেন সেটা বুঝেশুনেই করছেন। এটা আমাদের জন্যও ভালো। সংবাদমাধ্যমের সাথে সব কথা তারই হচ্ছে, সবাই তাকে নিয়েই বেশি আলোচনা করছে। ফুটবলারদের ওপরে যে বাড়তি চাপটা থাকে সাংবাদিকদের সামলানোর, সেটা একেবারেই কমে গেছে তার কারণেই।’
দলের পারফরম্যান্স খুব একটা আশানরূপ হচ্ছে না। মরিনহো তাই খানিকটা চাপের আছেন। মাতিচের মতে, সেই চাপ খুব ভালোভাবেই সামলাতে পারবেন তিনি, ‘চাপের মুখে তিনি ভালো করছেন। এজন্যই তিনি ইউনাইটেডের মতো দলের কোচ। তার আত্মবিশ্বাস বরাবরই অনেক বেশি, দলকেও তিনি দারুণভাবে প্রস্তুত করেন ম্যাচের আগে।’