হাজার মাইল পাড়ি দিয়ে খেলা দেখে ফিফার বর্ষসেরা সমর্থক!
প্রিয় দলের খেলা দেখার জন্য একজন ভক্ত কতকিছুই না করতে পারে। তবে চিলির সেবাস্তিয়ান ক্যারেরা যা করেছেন, তাকে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। প্রায় তিন হাজার কিলোমিটার পাড়ি দিয়েই একাই দেখতে গিয়েছিলেন চিলির ক্লাব দেপোর্তে পুয়ের্তো মন্টের খেলা! এই পাগলামির জন্য এবারের ফিফা বর্ষসেরা সমর্থকের তালিকায় শীর্ষ তিনে এসেছে ক্যারেরার নামও।
গত মৌসুমে অ্যাওয়ে ম্যাচ খেলতে চিলির ককুইমবোসের স্টেডিয়াম ফ্রান্সিসকো সানচেজ রুমোরোসোতে গিয়েছিল পুয়ের্তো মন্ট। বাড়ি থেকে ৩ হাজার কিলোমিটার দূরে খেলা দেখতে যাওয়ার জন্য পুয়ের্তো মন্ট সমর্থকদের কেউই রাজি হচ্ছিলেন না। কিন্তু ক্যারেরা ছিলেন নাছোড়বান্দা, কেউ না গেলেও তিনি একাই রওনা দিয়েছিলেন দলকে সমর্থনের জন্য।
এই দীর্ঘ যাত্রায় ক্যারেরাকে কম হ্যাপা পোহাতে হয়নি। টানা দুইদিন বাস যাত্রা করে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। এরপর ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যানবাহনে করে গিয়েছেন স্টেডিয়ামে। ককুইমবোসের মাঠে উপস্থিত সবাই অবাক হয়েই দেখেছে, মাত্র একজন মানুষই নেচে গেয়ে সমর্থন জানিয়ে যাচ্ছে পুয়ের্তো মন্টকে!
তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খেলা দেখতে এসে হতাশ হননি ক্যারেরা। তার দল জিতেহে ২-১ গোলে। ম্যাচ শেষে পুয়ের্তো মন্টের অধিনায়ক হুয়ান পাবলো আবাজুয়া এই জয়টা উৎসর্গ করেছিলেন ক্যারেরাকেই। চিলির আর্তুরো ভিদাল তো ক্যারেরাকে ' চিলির সত্যিকারের ফুটবল ভক্ত' উপাধিও দিয়েছেন!
ফিফা তার এই পাগলামি দেখে তাকে জায়গা দিয়েছে বর্ষসেরা ভক্তদের সেরা তিনের তালিকায়। তালিকায় আরও আছে বিশ্বকাপের সময় স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করা সেনেগাল ও জাপানিজ সমর্থকরা।