• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    শাকিরিকে রক্ষার দায়িত্ব নিচ্ছে রেড স্টার

    শাকিরিকে রক্ষার দায়িত্ব নিচ্ছে রেড স্টার    

     

    বিশ্বকাপের সময় গোল করে ‘আলবেনিয়ান ঈগল’ উদযাপন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি, শুনেছিলেন সার্বিয়ানদের সমালোচনাও। সুইজারল্যান্ডের আলবেনিয়ান বংশভূত জারদান শাকিরিকে অবশ্য শেষ পর্যন্ত কোনো বড় শাস্তি পেতে হয়নি। বিশ্বকাপের পর যোগ দিয়েছেন লিভারপুলে, এই নভেম্বরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে যাবেন সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রাদের মাঠে। আলবেনিয়ান ঈগল বিতর্ক নিয়ে খানিকটা চাপে থাকবেন শাকিরি, তা বলাই বাহুল্য। তবে বেলগ্রাদ সভাপতি বলছেন, তারা সব ধরনের ঝামেলা থেকে রক্ষা করবেন শাকিরিকে।

    শাকিরি খুব বেশি চাপে থাকবেন ম্যাচের আগে, বলছেন ক্লাব সভাপতি ভেজদান টেরজিক, ‘ব্যক্তিগতভাবে আমি কখনোই একজন আলবেনিয়ান ফুটবলারকে এই ক্লাবে খেলতে দেখার কথা কল্পনাতেও আনতে পারি না। রেড স্টার একটি সার্বিয়ান ক্লাব। শাকিরি অবশ্যই এখানে খেলতে এসে চাপের মাঝে থাকবেন। তিনি ভালমতোই জানেন ব্যাপারটা। তিনি খেলতে নামবেন কিনা সেটা নিয়েই আমার সন্দেহ আছে!’

    চাপে থাকলেও মাঠে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না, আশ্বাস টেরজিকের, ‘আমরা দল হিসেবে সব প্রতিপক্ষকেই সমান সম্মান দেই, অতীত ইতিহাস নিয়ে মাথা ঘামাই না। শাকিরির ক্ষেত্রেও সেটাই হবে। বেলগ্রাদের সবাইকে এমনভাবে আচরণ করতে হবে যেন শাকিরি ভাবে সে অন্য দশটা ম্যাচের মতোই এখানে খেলতে এসেছে। তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা আশা করি ভালো আয়োজন হতে পারব।’

    শেষ পর্যন্ত শাকিরি মাঠে নামে কিনা, সেটাই বড় প্রশ্ন।