• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    নিয়ম ভাঙলেই সিটি ফুটবলারদের জরিমানা

    নিয়ম ভাঙলেই সিটি ফুটবলারদের জরিমানা    

     

    গতবার রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা। ম্যানচেস্টার সিটি যেন এবারো সেই ধারা বজায় রাখতে পারে, পেপ গার্দিওলার ভাবনাজুড়ে শুধু এটাই। সিটিজেনদের লক্ষ্য স্থির রেখে শিরোপা জয়ের জন্য গার্দিওলা এবার কঠোর নিয়ম চালু করলেন অনুশীলন গ্রাউন্ডে। অনুশীলনের সময় একটু নিয়মের হেরফের হলেই জরিমানা গুণতে হবে আগুয়েরো-কোম্পানিদের।

    গার্দিওলার নতুন নিয়মের মাঝে প্রথমটি হচ্ছে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা। অনুশীলনের সময়, দলের মিটিংয়ে, এমনকি জিম করার সময়ও ফোন চালাতে পারবেন না ফুটবলাররা। কাউকে চালাতে দেখলে সাথে সাথেই জরিমানা করা হবে। অনুশীলনের সব শেষ করে ড্রেসিংরুমে ফিরলেই কেবল ফোন হাতে নিতে পারবেন ফুটবলাররা। সেটাও অবশ্য সীমিত সময়ের জন্য।

    ফোনের নিষেধাজ্ঞার সাথে যুক্ত হয়েছে সময়ানুবর্তীতাও। অনুশীলনের সময় কেউ যদি নির্দিষ্ট সময়ের একটু পরেও আসেন, তাকে জরিমানা গুণতে হবে। এরই মাঝে বেঞ্জামিন মেন্ডি দেরি করে এসে জরিমানা দিয়েছেন।

    কে কত টাকা জরিমানা দেবেন, সেটাও নির্ধারণ করেছেন গার্দিওলা। দলে যার আয় যত বেশি ও যে যত বেশি সিনিয়র, তার জরিমানাটাও হবে অন্যদের চেয়ে বেশি!